নিত্যযাত্রীর মত প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করে একটি পথ কুকুর
লোকাল ট্রেনে প্রতিদিন অনেক মানুষকেই যাতায়াত করতে হয়। কর্মস্থলে পৌঁছতে হয়। এক পথ কুকুরও প্রতিদিন নিত্য যাত্রীদের মত ট্রেনে সফর করছে। যা দেখে অবাক অনেকেই।
একটি পথ কুকুর প্রতিদিন একটি স্টেশন থেকে ওঠে এবং তার গন্তব্য স্টেশনে নামে। মাঝের রাস্তাটা সে কখনও ঘুমিয়ে, কখনও চলন্ত ট্রেনের বাইরের দৃশ্য দেখে কাটিয়ে দেয়।
যাত্রীরা এর মাঝে বিভিন্ন স্টেশনে ওঠানামা করেন। কিন্তু তার জন্য কাউকে সমস্যায় পড়তে হয়না। পাশ দিয়ে নেমে বা উঠে গেলেই হল।
অত্যন্ত শান্তশিষ্ট কুকুরটি সব সময় গেটের কাছেই বসে থাকে। তারপর তার স্টেশনে এলে নেমে পড়ে। একটি বিশেষ রুটের লোকালেই সে প্রতিদিন ওঠে। নিত্যযাত্রী কুকুরের এই কাহিনি সকলের সামনে এসেছে ইন্ডিয়া কালচারাল ক্লাব-এর ইন্সটাগ্রাম পেজ থেকে।
কুকুরটি নাকি প্রতিদিন মুম্বইয়ের বোরিভেলি লোকালে চড়ে বসে। ট্রেন পৌঁছয় আন্ধেরি। ফের আন্ধেরি থেকে বোরিভেলি ফিরে আসে। এটা সে নিত্য করে চলেছে। যা সোশ্যাল সাইটে সামনে আসার পর অনেকের নজর কেড়েছে।
অনেকেই জানতে চেয়েছেন ঠিক কোন সময়ে কুকুরটি যাতায়াত করে। তাহলে তিনি চেষ্টা করবেন সেই সময় ওই লোকালের কামরায় কুকুরটিকে স্বচক্ষে দেখতে।
কুকুরটি কাউকে বিরক্ত করেনা, শান্ত স্বভাবের। এটা অনেকেরই খুব ভাল লেগেছে। কুকুরটিকে কার্যত ভালবেসে ফেলেছেন অনেকে। এমন নানা প্রতিক্রিয়া সামনে এসেছে ওই ইন্সটাগ্রাম পেজ দেখার পর।
দেশে এমন কত কিছুই ঘটে চলেছে প্রতিদিন। যা সকলকে হতবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন অনেক কিছুই সামনে আসছে।
Very beautiful.