মহিলা সেজে ট্রাক থামিয়ে লুঠ, পুলিশ সাজল অন্য সাজ
হাইওয়েতে ট্রাকে একের পর এক ডাকাতির ঘটনায় নাজেহাল পুলিশ অবশেষে অন্য রাস্তা নিল। তবে যে পথ নিল এবং যা ঘটল তা সিনেমার চেয়ে কম নয়।
হাইওয়েতে ডাকাতি হচ্ছে একের পর এক। এ অভিযোগ পেতে পেতে ক্লান্ত হয়ে পড়েছিলেন পুলিশ আধিকারিকরা। বুঝে উঠতে পারছিলেননা কীভাবে ডাকাতদের পাকড়াও করা যায়।
এদিকে ট্রাক চালকরা জানাচ্ছিলেন মহিলারা তাঁদের মাঝপথে সাহায্য চেয়ে গাড়ি থামাতে বলছে। তারপর গাড়ি থামালেই ওই মহিলারা উঠে পড়ছে ট্রাকে। সঙ্গে আরও কয়েকজন।
এবার ট্রাক চালক জানতে পারছেন যে মহিলারা কেউ মহিলা নয়, আদপে পুরুষ। তারা মহিলার পোশাকে সেজে ট্রাক চালকদের গাড়ি থামাচ্ছিল।
মহিলা দেখলে ট্রাক থামানোর সম্ভাবনা বেশি। সেটাই হাতিয়ার করেছিল তারা। তারপর ট্রাকে চড়ে সর্বস্ব লুঠ করে পালাচ্ছিল ডাকাতদল।
পুলিশ পুরো ঘটনা জানার পর স্থির করে এভাবে সরাসরি পুলিশের গাড়ি নিয়ে গিয়ে ডাকাতদের পাকড়াও করা মুশকিল। তাই পুলিশের একটি দল ট্রাক চালক সেজে একটি ট্রাক নিয়ে হাইওয়েতে বেরিয়ে পড়ে।
যথারীতি একটি জায়গায় তারা দেখে ৩ জন মহিলা তাদের ট্রাক থামাতে বলছে। পুলিশ তখন ট্রাক চালকের সাজে ছিল। ফলে চেনা মুশকিল।
ট্রাক থামাতেই ডাকাতরা লাফিয়ে উঠে পড়ে ট্রাকে। এদিকে পুলিশও তৈরি ছিল। লুকিয়ে ট্রাকেই অপেক্ষায় ছিলেন পুলিশকর্মীরা। দ্রুত ডাকাতদের ঘিরে ফেলে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের জালে ধরা পড়ে কার্যত হতবাক হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ডাকাতরা। ট্রাকে ডাকাতি এবং পুলিশের এই পাকড়াওয়ের ছকের টানটান নাটকীয় ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা