ভিডিও গেমের নেশায় ১৩ বছরের কিশোরের কাণ্ড সিনেমাকেও হার মানাবে
এ ঘটনা অনেককে অবাক করে দিতে পারে। এমনটাও যে হতে পারে এটা বিশ্বাস করাই কঠিন। এক কিশোরের কাহিনি গোটা দেশের নজর কেড়ে নিয়েছে।
তার বয়স ১৩ বছর। ভিডিও গেম তার জীবন। বাড়িতে সারাক্ষণ ভিডিও গেম খেলায় এক সময় অভিভাবকরা তাকে শাসন করেন। তাকে ভিডিও গেম খেলতে মানা না করলেও তার সময় বেঁধে দেওয়া হয়।
ওই সময়ের মধ্যেই তাকে ভিডিও গেম খেলতে হবে। তারপর নয়। কিন্তু তা তার পছন্দ হয়নি। অনেকবার বলেও বাঁধা সময়ের বেশি ভিডিও গেম খেলার সুযোগ না পেয়ে একদিন সে আজব এক কাণ্ড ঘটায়।
কাউকে কিছু বুঝতে না দিয়ে সে রাতারাতি তার মায়ের লকার খুলে ফেলে। তারপর আলমারির লকারে রাখা নগদ ৪০ হাজার টাকা এবং ১০ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে বাড়ি ছেড়ে পালায়।
বাড়ি থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার মত ঘটনা এর আগেও দেখা গেছে। কিন্তু এই ১৩ বছরের কিশোর নিজের শহর ছেড়েও পালায়। ট্রেন ধরে সোজা হাজির হয় বেঙ্গালুরুতে।
বেঙ্গালুরু স্টেশনকেই নিজের ঘর বানিয়ে ফেলে সে। সেখানেই তার দিন কাটতে থাকে। খাওয়া দাওয়া সেখানেই। আর ঘুম স্টেশনের বেঞ্চে। আর সঙ্গে থাকা মোবাইল ফোন ও ট্যাবলেটে বাকি সময়টা চলতে থাকে ভিডিও গেম খেলা।
উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার বাসিন্দা ওই কিশোর যে তার বাড়ি থেকে টাকা ও গয়না চুরি করে পালিয়েছে সে অভিযোগ পুলিশে করেন তার মা। পুলিশ কিশোরের খোঁজ শুরু করে। তারপর তার খোঁজ মেলে বেঙ্গালুরুর মালুর হোয়াইটফিল্ড রোডের কাছে।
তারপরই ওই কিশোরকে সেখান থেকে উদ্ধার করা হয়। নগদ টাকার অনেকটাই খরচ হয়ে গেলেও তার কাছ থেকে পুরো গয়না উদ্ধার হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা