ব্রিজ জুড়ে ছড়িয়ে পড়ে আছে নারীর অন্তর্বাস, ঝুলছে ব্রিজের রেলিংয়েও
ব্রিজ দিয়ে গাড়ি গেলে তাঁর নজর কাড়তে বাধ্য। ব্রিজের চারধারে ছড়িয়ে পড়ে আছে নারীর অন্তর্বাস। ব্রা ঝুলছে ব্রিজের রেলিংয়েও।
ভোরের দিকে স্থানীয় একজন ওই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। তাঁরই নজরে পরে বিষয়টি। প্রথমে তিনি রাস্তার ওপর ৩টি ব্রা পড়ে থাকতে দেখেন। প্রত্যেকটিই নামী সংস্থার। এভাবে রাস্তার ওপর নানা রংয়ের ব্রা পড়ে থাকতে দেখে কিছুটা হতবাক হয়ে যান ওই ব্যক্তি।
তারপর সেই ৩টি ব্রা কুড়িয়ে নিয়ে তিনি পাশের ডাস্টবিনে ফেলে দেন। কিন্তু সেখানেই শেষ নয়। এরপর তিনি যতই ব্রিজ ধরে এগোতে থাকেন ততই নজরে পড়তে থাকে রাস্তার ওপর পড়ে আছে নানা ব্রা। সবই খুব দামি।
এরপর ব্রিজের রেলিংয়ের দিকে তাকিয়ে তাঁর আরও চমক লাগে। ব্রিজের রেলিং জুড়েও ঝুলছে ব্রা। এভাবে এত ব্রা ব্রিজ জুড়ে ছড়িয়ে, টাঙিয়ে গেল কে তা ভেবে পান না তিনি। অবশেষে গ্রামের প্রধানকে ফোন করেন।
প্রধানকে সবটা জানিয়ে ওই ব্যক্তি এক এক করে ব্রাগুলো কুড়িয়ে, রেলিং থেকে নিয়ে একসঙ্গে জমা করে সেগুলি সব নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেন।
ওই ব্যক্তির মতে, ওভাবে ব্রিজ জুড়ে ব্রা যে কোনও মানুষের নজর কাড়বে। যা অশোভন বলেই মনে হয়েছে তাঁর। তাই তাঁর দাবি, একজন সুনাগরিক হিসাবে তাঁর যা করণীয় তাই তিনি করেছেন।
ঘটনাটি ঘটেছে গোয়ার কারোনা কালভিম ব্রিজে। কে বা কারা ওই ব্রাগুলি এভাবে সারা ব্রিজময় ছড়িয়ে গেল তা অজানা। আগামী দিনে এমন ঘটনা রুখতে ব্রিজে সিসিটিভি লাগানোর প্রস্তাব দিয়েছেন ওই ব্যক্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা