National

শহরের মহিলাদের কথা মাথায় রেখে এবার নয়া উদ্যোগ দিদি কাফে

শহরে এমন অনেক মহিলা রয়েছেন যাঁরা নিজের পায়ে দাঁড়াতে চান। দারিদ্রও রয়েছে জীবনে। তাঁদের জন্য নতুন এক পরিকল্পনা দিদি কাফে।

এই পরিকল্পনা মূলত শহরে বসবাসরত মহিলাদের জন্য। যাঁরা কোনও স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত তাঁরা অগ্রাধিকার পাচ্ছেন। বিশেষত যাঁরা ন্যাশনাল আর্বান লাইভলি মিশন-এর সঙ্গে যুক্ত তাঁরা এই নয়া উদ্যোগে শামিল হচ্ছেন।

এছাড়া যেসব মহিলা শহরে বসবাস করেন এবং দারিদ্রের শিকার তাঁদের আত্মনির্ভর করতেও এই উদ্যোগ সাহায্য করবে। উদ্যোগের নাম দেওয়া হয়েছে দিদি কাফে।


দিদি কাফে-তে কম খরচে ভাল খাবার, জলখাবার পাওয়া যাবে। যা তৈরি ও বিক্রি দুই করবেন মহিলারাই। পুরোটাই মহিলা পরিচালিত হবে এই দিদি কাফে।

দিদি কাফে মূলত উত্তরপ্রদেশের ১৭টি পুরসভায় খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এমন এক কাফে বারাণসীতে রয়েছে। তাই এবার ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে উত্তরপ্রদেশ সরকার।


এবার আগ্রা, বারাণসী, ফিরোজাবাদ, বৃন্দাবন সহ ১৭টি পুর এলাকায় এই কাফে শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মহিলাদের নিজেদের পায়ে দাঁড়াতে সুবিধা হবে।

এমন উদ্যোগ অবশ্য উত্তরপ্রদেশে প্রথম হতে চলেছে এমনটা নয়। এর আগে ছত্তিসগড় সহ কয়েকটি রাজ্যে এমন উদ্যোগ চলছে। উত্তরপ্রদেশ সরকার আধিকারিকদের এসব রাজ্যে চলা এমন কাফে কীভাবে পরিচালিত হচ্ছে সেই মডেল ভাল করে খতিয়ে দেখে তা থেকে ধারনা নিতে নির্দেশ দিয়েছে।

এই উদ্যোগ অনেক শহরে বসবাসকারী মহিলার জন্য নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি রোজগারের পথ খুলে দেওয়ার বন্দোবস্ত করতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button