যেখানে সেখানে জঞ্জাল ফেলার রিপোর্ট দিলেই আড়াই হাজার টাকা পুরস্কার
জঞ্জাল প্রতিটি পরিবারেই জমা হয়। ফেলতেও হয়। কিন্তু তা যেকোনও জায়গায় ফেলা যায়না। যেখানে সেখানে জঞ্জাল ফেলতে দেখে রিপোর্ট করতে পারলে মিলবে আড়াই হাজার টাকা পুরস্কার।
জঞ্জাল ২ রকম হয়। একটি পচনশীল এবং একটি অপচনশীল। ২টি প্রকারই জঞ্জাল। যা ফেলার জন্য নির্দিষ্ট স্থান থাকে। তবে অনেকে তা না মেনে রাস্তায় যেখানে সেখানে জঞ্জাল ফেলে দেন।
অনেকে কাছে কোনও জলাশয় থাকলে তার ধারে বা জলে ফেলে দেন বাড়ির দৈনন্দিন জঞ্জাল। এবার তাতেই রাশ টানার বন্দোবস্ত করল একটি রাজ্য। এজন্য অভিনব পন্থা নিয়েছে তারা।
কেরালা সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যদি কেউ জঞ্জাল যেখানে সেখানে ফেলেন তার খবর দিতে পারলে মিলবে পুরস্কার। যিনি স্থানীয় প্রশাসনের কাছে খবরটি পৌঁছে দেবেন তাঁকে প্রমাণও সঙ্গে দিতে হবে।
ভিডিও বা ছবি তুলে দিতে হবে। ঠিক কখন এবং কোথায় এই জঞ্জাল ফেলা হয়েছে তাও জানাতে হবে। কে ফেলছেন তাঁকে চিহ্নিত যাতে করা যায় তেমন ছবি দিতে হবে।
এটা হাতে পেলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। আর যিনি খবর দিলেন তাঁকে আড়াই হাজার টাকা বা যিনি জঞ্জাল ফেলেছেন তাঁকে জরিমানা করে যে টাকা পাওয়া যাবে তার ২৫ শতাংশ টাকা পুরস্কার হিসাবে প্রদান করা হবে।
জঞ্জাল মুক্ত কেরালা গড়তে সরকারের এই প্রকল্প সে রাজ্যে সাড়া ফেলেছে। এতে যেখানে সেখানে জঞ্জাল ফেলার প্রবণতায় রাশ টানা সম্ভব হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। কেরালার দেখানো পথে অন্য রাজ্যগুলিও হাঁটতে পারে বলে মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা