National

মায়ের জন্য তাজমহল বানালেন ছেলে, খরচের অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে

প্রাণাধিক প্রিয় স্ত্রী মমতাজ বেগমের স্মৃতিসৌধ হিসাবে তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। এবার তৈরি হল নতুন তাজমহল। যা মায়ের জন্য বানালেন ছেলে।

যখন তিনি খুব ছোট তখন বাবা মারা যান। তাঁকে এবং তাঁর ৪ বোনকে তাঁদের মা একার লড়াইয়ে বড় করতে থাকেন। একটি দোকান ছিল। সেই দোকান চালানো এবং সন্তানদের বড় করা, একার কাঁধে সব ভার নিয়ে লড়াই চালান ওই মহিলা।

তারপর ছেলে, মেয়েরা বড় হয়। ৪ বোনের বিয়ে দিয়ে তাঁদের সংসারী করার পর অবশেষে ভাই আমরুদ্দিন শেখ দাউদ বিয়ে করেন। মাকে কিন্তু তিনি ভীষণ ভালবাসতেন।


২০২০ সালে মা জাইলানি বিবির মৃত্যু হয়। মায়ের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি হার্ডওয়্যার ব্যবসায়ী ছেলে আমরুদ্দিন। তিনি স্থির করেন মায়ের স্মৃতিতে তিনি একটি তাজমহল নির্মাণ করবেন।

চেন্নাইয়ের ব্যবসায়ী আমরুদ্দিন তামিলনাড়ুর তিরুভারুরে তাজমহল তৈরির জন্য জমি কেনেন। তিরুভারুরে তাঁর পৈতৃক গ্রাম আম্মাইয়াপ্পনে ১ একর জমি কেনেন আমরুদ্দিন।


রাজস্থান থেকে শ্বেতপাথর নিয়ে আসেন তাজমহল তৈরির জন্য। তারপর শুরু হয় তাজমহল নির্মাণ। মায়ের জন্য সেই তাজমহল নির্মাণ প্রায় শেষ।

এই তাজমহল তৈরি করতে আমরুদ্দিন ৫ কোটি টাকা খরচ করে ফেলেছেন। মায়ের জন্য এই তাজমহল আমরুদ্দিন তৈরি করিয়েছেন তাঁর প্রোমোটার এক বন্ধুকে দিয়ে।

এই তাজমহলের মধ্যে একটি প্রার্থনা গৃহ নির্মাণ করা হয়েছে। যেখানে যে কোনও ধর্মাবলম্বী মানুষ গিয়ে প্রার্থনা করতে পারেন।

তবে মায়ের জন্য তৈরি এই তাজমহলকে প্রচারের আলো থেকে দূরেই রেখেছিলেন আমরুদ্দিন। কিন্তু মানুষের মুখে মুখে এই তাজমহলের কথা সর্বত্র ছড়িয়ে পড়তে সময় নেয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button