স্কুলের শিক্ষকদের অনর্গল ইংরাজিতে কথা বলা শেখাবে সরকার
স্কুলে কোনও শিক্ষক ইংরাজি ক্লাস নিলেও তিনি ইংরাজিতে ভাল কথা বলতে পারেননা। তাঁদের সকলকে এবার ইংরাজিতে অনর্গল কথা বলা শেখানোর কোর্স শুরু করল এক রাজ্যসরকার।
বর্তমান যুগে ইংরাজি জানা আবশ্যিক। স্কুলে অনেক ইংরাজি শিক্ষক ইংরাজি পড়ালেও তাঁরা ইংরাজিতে অনর্গল কথা বলায় পারদর্শী নন। এই সমস্যা মেটাতে এবং বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে এবার স্কুলের ইংরাজি শিক্ষকদের ইংরাজিতে কথা বলার কোর্স করানো চালু করল উত্তরপ্রদেশ সরকারের শিক্ষা বিভাগ।
উত্তরপ্রদেশে সরকারি এবং সরকার পোষিত মাধ্যমিক স্কুলের সংখ্যা ৭ হাজার। যেখানে মোট ইংরাজি শিক্ষকের সংখ্যা সাড়ে ৮ হাজার।
এই সাড়ে ৮ হাজার শিক্ষককে ইংরাজিতে কথা বলায় পারদর্শী করে তুলতে শিক্ষা দফতরের দীক্ষা পোর্টালে এই স্পোকেন ইংলিশ কোর্স চালু করা হল।
শিক্ষকদের জন্য ৪ মাস এই পোর্টালে ১৩২টি মডিউল কোর্স থাকবে। প্রতিটি মডিউল ১০ মিনিটের হবে। এই প্রশিক্ষণের পর প্রতিটি মডিউলের শেষে একটি করে পরীক্ষা থাকবে। তা শিক্ষকদের দিতে হবে।
পাশ করলে একটি সার্টিফিকেট পাবেন ওই শিক্ষক। সেইসঙ্গে তার পরের মডিউলে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার ছাড়পত্র। এভাবে শিক্ষক তাঁর সুযোগমত সময়ে এই ১৩২টি মডিউল শেষ করবেন। আর এই কোর্স শিক্ষকদের বাধ্যতামূলকভাবেই করতে হবে।
এক্ষেত্রে শিক্ষকের ইচ্ছা অনিচ্ছার কথা শুনবে না সরকার। এছাড়াও এই প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব পাবে ফোনেটিক্স, ইংরাজি গ্রামার, সাধারণ ভুল এবং সিনট্যাক্স।
উত্তরপ্রদেশের এই পথ কিন্তু যে কোনও রাজ্যের জন্যই একটা উদাহরণ। তাই অন্য রাজ্যগুলিও ছাত্রদের স্বার্থে এই পথে হাঁটার কথা ভেবে দেখতেই পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা