ধর্ষক বাবা গুরমিত রাম রহিমের সিরসার ডেরায় তল্লাশি অভিযান চালাল পুলিশ। শুক্রবার সকাল থেকে শুরু হয় তল্লাশি। পুরো তল্লাশি অভিযান ক্যামেরাবন্দি করা হয়েছে। তল্লাশিতে হাজির ছিল হরিয়ানা পুলিশের বিশাল বাহিনী। এছাড়া ছিলেন ব্যাঙ্ক ও পূর্ত দফতরের আধিকারিকরা। রাম রহিমের ২টি ঘর সিল করে দিয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর টাকা, কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক। কিছু ঘরে তালা লাগানো ছিল। সেসব তালা ভেঙে ঘরে ঢুকে তল্লাশি চালান আধিকারিকরা। ঝাঁ চকচকে ডেরার কোণায় কোণায় বৈভবের নিদর্শন। সেসব জায়গাতেই তল্লাশি চালানো হয়। বেশ কয়েকটি দলে ভাগ হয়ে চত্বর জুড়ে চলে তল্লাশি অভিযান। এছাড়া রুরকি থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের এনেও পরীক্ষা করে দেখছে পুলিশ।
এদিকে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিরসা জুড়ে ইন্টারনেট, এসএমএস, ডঙ্গল পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। কেবল ভয়েস কল পরিষেবা চালু আছে।