শাস্তি দিতে জামাপ্যান্ট খুলে ছেলেকে রেললাইনে বসিয়ে দিলেন বাবা
সন্তান দোষ করলে তাকে শাস্তি দিতে হয়। নাহলে সে শিক্ষা পাবেনা। কিন্তু শিক্ষার নামে এক বাবা যা করলেন তা কেউই মেনে নিতে পারছেন না। মানার যোগ্যও নয়।
ছেলে কোনও একটা দোষ করেছিল। যা বাবা হিসাবে ওই ব্যক্তি বরদাস্ত করতে পারেননি। হতেই পারে। ১০ বছরের এক বালকের ভুল হতেই পারে। তা শুধরে দেওয়া জরুরি। অল্প শাস্তিও হতে পারে। কিন্তু তা তার জীবন কেড়ে নেওয়ার মত হলে তো তা উল্টে বাবার জন্যই শাস্তিযোগ্য।
তেমনই একটা ঘটনা সামনে এসেছে। যেখানে এক বাবা তাঁর ১০ বছরের ছেলেকে শাস্তি দিতে প্রথমে তার জামাপ্যান্ট খুলে নেন। তারপর ছেলেকে পোশাকহীন করে প্লাস্টিকের দড়ি দিয়ে তার হাত এবং পা বেঁধে দেন।
পোশাকহীন, হাতপা বাঁধা অবস্থায় তারপর ছেলেকে নিয়ে যান রেললাইনের ধারে। সেখানে একটি লাইনের ওপর তাকে জোর করে বসিয়ে দেন তিনি।
স্থানীয়রা এই কাণ্ড দেখে ছুটে আসেন। এতো যে কোনও অঘটন ঘটে যাবে! আতঙ্কে ওই ব্যক্তিকে দ্রুত ছেলেকে লাইন থেকে সরিয়ে নিতে বলেন সকলে।
প্রথমে সে অনুরোধে কান দেননি ওই ব্যক্তি। এদিকে ওই লাইনে তখন একটি ট্রেন ছুটে আসছে। ট্রেনটি দেখাও যাচ্ছে। ট্রেনটি যে এসে পড়ল বলে তা ওই ব্যক্তিকে বোঝানোর পর স্থানীয়দের কথা শুনে ছেলেকে লাইন থেকে তুলে নেন ওই ব্যক্তি।
কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি। এই ঘটনার কথা ও ছবি চাপা থাকেনি। ছড়িয়ে পড়তেই পুলিশ নড়ে বসে। পুলিশ ছবিতে দেখা ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে।
এমন কাণ্ডের জন্য তাঁকে শাস্তিও পেতে হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদোই জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা