National

রাজ্যের সব মহিলাকে মোবাইল ফোন, ভোট বৈতরণী পারের অঙ্ক দেখছেন বিরোধীরা

রাজ্যের সব মহিলাকে মোবাইল ফোন বিনামূল্যে। এমন এক চমকপ্রদ প্রকল্পের পিছনে কি রয়েছে ভোট বৈতরণী পারের অঙ্ক? তেমনই দাবি করছেন বিরোধীরা।

রাজ্যের সব মহিলাকে বিনামূল্যে মোবাইল ফোন দেওয়া হবে। এমন এক চমকপ্রদ প্রকল্প স্বভাবতই রাজ্যে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। মহিলাদের মনে এর এক সদর্থক প্রভাব পড়েছে। বিনামূল্যে উপকৃত হবেন ১ কোটি ৩৩ লক্ষ মহিলা বলেই সরকারি রিপোর্ট দাবি করেছে।

রাজস্থানের অশোক গেহলৌত সরকারের এই বিনামূল্যে মহিলাদের মোবাইল বিতরণ মরুরাজ্য জুড়ে হইচই ফেলে দিয়েছে। যদিও এই ঘোষণার পিছনে ভোট বৈতরণী পার করার অঙ্ক দেখছে রাজস্থানের বিরোধী বিজেপি।


ক্ষমতাসীন কংগ্রেস সরকার এমন এক প্রকল্প অনেক আগেই আনতে পারত বলে দাবি করেছেন বিজেপি নেতা নিমিশা। তাঁর মতে, যে দেশে মহিলারা সবচেয়ে কম খরচে ইন্টারনেট ব্যবহার করেন, যে দেশ এখন বিশ্বে মোবাইল তৈরির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে, সে দেশে এতদিন পরে এমন ভাবনা আদপে সামনে থাকা ভোট রাজনীতি। ভোট বৈতরণী পার করতেই এই বিনামূল্যে মহিলাদের মোবাইল দেওয়ার ঘোষণা করেছে গেহলৌত সরকার।

যদিও কংগ্রেস পাল্টা দাবি করেছে রাজস্থানে কংগ্রেস সরকার মহিলাদের আগেও একাধিক সুবিধা দিয়েছে। যেমন তাঁরা ৫০০ টাকায় গ্যাস পাচ্ছেন। বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। এমন নানা সুবিধা কংগ্রেস সরকার চালু করেছে মহিলাদের সুবিধার্থে।


এখন মোবাইল হাতে তুলে দিয়ে সরকার রাজস্থানের মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে বলে দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র স্বরনিম চতুর্বেদী। তবে বিনামূল্যে মহিলাদের মোবাইল দেওয়া নিয়ে রাজস্থানের ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে বাগযুদ্ধ শুরু হলেও, এতে বেজায় খুশি মহিলারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button