National

বাস স্টপেজের নতুন নাম হল বাংলাদেশ, পিছনে রয়েছে চমৎকার কারণ

একটি বাস স্টপেজের নাম বদলে করে দেওয়া হল বাংলাদেশ। কেন এমন নাম হল? নাম বদলের পিছনে রয়েছে এক চমৎকার কারণ।

বাস স্টপেজের নাম বাংলাদেশ। তবে নামটা না বাংলাদেশের কোনও বাস স্টপেজের, না পশ্চিমবঙ্গের কোনও বাস স্টপেজের। এই নতুন নামকরণ হয়েছে মহারাষ্ট্রের থানে জেলার ভায়ান্দর পশ্চিমের একটি বাস স্টপেজের। কিন্তু কেন এমন নামকরণ করল পুরসভা? এর পিছনে এক দীর্ঘ ইতিহাস রয়েছে। রয়েছে পশ্চিমবঙ্গ যোগ।

পশ্চিমবঙ্গ থেকে অনেক পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে অনেক দিন ধরেই নানা কাজে হাজির হন। রোজগারের জন্য বিভিন্ন কাজে যুক্ত হন।


বাংলা থেকে মহারাষ্ট্রে কাজের খোঁজে হাজির হওয়া শ্রমিকদের পক্ষে বেশি খরচ করে থাকা সম্ভব হয়না। তাঁরা সস্তায় থাকার জায়গা খোঁজেন।

আর তা করতে গিয়ে এই এলাকায় প্রথমে কয়েকজন বাসা বাঁধেন। তারপর তাঁদের কাছ থেকে খবর পেয়ে পশ্চিমবঙ্গ থেকে কাজের খোঁজে হাজির হওয়া অনেকেই ওই একটি জায়গাতেই হাজির হতে থাকেন।


সেখানে নিজের রাজ্যের মানুষের দেখা পাওয়া, সাহায্য পাওয়া এবং কম খরচে মাথা গোঁজার জায়গা পাওয়া, তাঁদের এই একটি জায়গায় টেনে আনতে থাকে।

আর এভাবে এই জায়গা কালক্রমে বাঙালি পাড়া হয়ে উঠতে থাকে। এখানকার অধিকাংশ বাসিন্দাই বাঙালি। এখানে হাজির হলে অনেককে বাংলায় কথা বলতেও শোনা যায়।

বাঙালিদের জায়গা হয়ে ওঠায় এবার তাই পুরসভা থেকে এই উট্টান চক-এর বাস স্টপটির নাম পরিবর্তন করে রাখা হল বাংলাদেশ। বাঙালিদের আধিপত্যের কারণেই এই নতুন নামকরণ হল মহারাষ্ট্রের এক বাস স্টপের।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button