১ জন চিকিৎসকের ৮৩টি হাসপাতাল, কূলকিনারা পাচ্ছেন না স্বাস্থ্য আধিকারিকরা
চিকিৎসক ১ জন। তাঁর নামে রয়েছে ৮৩টি হাসপাতাল। যা দেখে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না স্বাস্থ্য আধিকারিকরা। কেঁচো খুঁড়তে বেরিয়েছে কেউটেও।
এমন ঘটনা দেশে এর আগে কেউ কখনও শুনেছেন কি? সম্ভবত সকলেই না বলবেন। ১ জন চিকিৎসকের নামে চলছে ৮৩টি হাসপাতালে। এই ৮৩টি হাসপাতাল তাঁর নামে নথিভুক্ত। যা ছড়িয়ে আছে একাধিক শহরে।
তবে এই ঘটনাতেই শেষ নয়। হিসাব বলছে কেবল ২০২২-২৩ অর্থবর্ষেই নথিভুক্ত হয়েছে ১ হাজার ২৬৯টি চিকিৎসা কেন্দ্র। যা খতিয়ে দেখার পর রেজিস্ট্রেশন নবীকরণ করা হয়েছে মাত্র ৫৭০টির।
উত্তরপ্রদেশের মেরঠ, কানপুর সহ বিভিন্ন জেলায় ১ জন চিকিৎসকের নামে ৮৩টি হাসপাতালের খোঁজ পাওয়ার পর দেখা গেছে উত্তরপ্রদেশ জুড়ে ভুয়ো চিকিৎসাকেন্দ্র ছড়িয়ে রয়েছে। চিকিৎসক নন এমন বহু মানুষ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজি ল্যাব খুলে বসে আছেন।
যেহেতু তাঁদের নামে রেজিস্ট্রেশন হবেনা, তাই তাঁরা কোনও চিকিৎসকের নামে রেজিস্ট্রেশন করিয়েছেন। চিকিৎসকের নামে রেজিস্ট্রেশনের জন্য আবেদন গ্রাহ্য হয়েছে। আর ওই চিকিৎসকের নামে আদপে ব্যবসা চালাচ্ছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে লতায় পাতায় জড়িত নন এমন সব মানুষ।
স্রেফ আগ্রা ও তার আশপাশেই ১৫ জন চিকিৎসকের নামে ৪৪৯টি চিকিৎসা কেন্দ্র বেআইনিভাবে চলছিল। এই বছর থেকে রাজ্য জুড়ে যাবতীয় চিকিৎসা কেন্দ্রের বাৎসরিক রেজিস্ট্রেশন নবীকরণের কাজ অনলাইনে হবে বলে জানানো হয়েছে।
তারপরই যাবতীয় ডেটা পরীক্ষা করে এই বিপুল পরিমাণে বেআইনি চিকিৎসা কেন্দ্রের খোঁজ পেয়েছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতর।
যেসব চিকিৎসক এভাবে তাঁদের নাম ব্যবহার করে রেজিস্ট্রেশন বার করতে সাহায্য করছেন তাঁদের মধ্যে হৃদরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ চিকিৎসক, সাধারণ চিকিৎসক এবং অস্ত্রোপচারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা