২৮০ কেজি ১ টাকার কয়েনে স্ত্রীকে খোরপোষ দিলেন স্বামী, আদালতের পাল্টা নির্দেশ
স্ত্রীকে ২৮০ কেজি ওজনের ১ টাকার কয়েন এনে খোরপোষ দিলেন স্বামী। আদালত এটা দেখার পর যা নির্দেশ দিল তাতে পাল্টা মাথায় হাত স্বামীরই।

বিয়ে পার করেছে ১০ বছর। তবে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু বিয়ের বছর চারেক পার করার পর থেকেই। স্বামী বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন। অবশেষে ছাড়াছাড়ি।
আদালত ওই ব্যক্তিকে নির্দেশ দেয় তিনি যেন প্রতিমাসে ৫ হাজার টাকা করে স্ত্রীকে খোরপোষ বাবদ দেন। কিন্তু গত ১১ মাস ধরে স্বামী সেই টাকা দিচ্ছিলেন না। ফলে সেই টাকা পেতে এবার স্ত্রী আদালতে যান।
আদালত নির্দেশ দেয় দ্রুত ওই টাকা মেটাতে। তাও না দেওয়ায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে আদালতে পেশ করা হলে তখন তিনি সব টাকা মেটাতে রাজি হন।
ওই ব্যক্তির আত্মীয়রা ১ টাকার কয়েনে বকেয়া ৫৫ হাজার টাকা নিয়ে হাজির হন আদালতে। কয়েনের ওজন দাঁড়ায় ২৮০ কেজি। যা দেখার পর স্ত্রী দাবি করেন এটাও এক ধরনের হয়রানি করার চেষ্টা।
কিন্তু আদালতে স্বামী দাবি করেন প্রতিটি ১ টাকার কয়েন ভারতের স্বীকৃত মুদ্রা। ফলে তা স্ত্রী গ্রহণ করতে বাধ্য। আদালত সব দেখার পর এবার পাল্টা নির্দেশ দেয়।
আদালত জানায়, ওই ১ টাকার কয়েনই ওই ব্যক্তির স্ত্রী নেবেন। তবে এভাবে নয়। ওই ব্যক্তিকে ১০ দিনের মত সময় দেয় আদালত। তার মধ্যে ওই কয়েনকে ১ হাজার টাকা করে আলাদা করে ওই ১ হাজার টাকার কয়েনের ব্যাগ স্ত্রীর হাতে তুলে দিতে হবে। কার্যত স্ত্রীকে জব্দ করতে গিয়ে এখন নিজেই জব্দ হয়ে গেলেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জয়পুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা