মন্ত্রীর সঙ্গে দেখা করতে না দেওয়ায় নালায় নেমে পচা জল গায়ে ঢাললেন মহিলা
মন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। কেবল নিজের জন্য নয়, তাঁর সকল সহকর্মীর জন্যই গিয়েছিলেন তিনি। কিন্তু দেখা করতে না পারায় নর্দমায় নামলেন মহিলা।
দুর্গন্ধযুক্ত নোংরা জল বয়ে চলেছে নালা দিয়ে। শহরের যাবতীয় নর্দমার জল এই নালা দিয়েই প্রবাহিত হয়। নালার আশপাশ দিয়ে দুর্গন্ধে হাঁটা দায় হয় মানুষের।
সেই নালার জলেই সকলের সামনে নেমে পড়লেন এক মহিলা। পরনে সাদা পোশাক। সেই পোশাক মুহুর্তে নোংরায় ভরে গেল। তারপর সকলকে অবাক করে নালার জল সারা গায়ে ঢালতে শুরু করেন তিনি।
এই কাণ্ড দেখে অনেকেই অবাক হয়ে দাঁড়িয়ে পড়েন। যে নালার পাশ দিয়ে হাঁটা যায়না, সেই নালায় নেমে তার জল আবার গায়ে ঢালা! কেন এমন আজব কাণ্ড করছেন ওই মহিলা? উত্তরটা জানান মহিলাই।
ওই মহিলা জানান, তিনি পেশায় সাফাইকর্মী। সাফাইকর্মীদের জন্য একটি জাতীয় পরিচয়পত্র এবং আলাদা কবরখানার দাবি নিয়ে তিনি হাজির হয়েছিলেন ওই জেলার দায়িত্বে থাকা মন্ত্রীর কাছে।
কিন্তু মন্ত্রী তখন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছিলেন। ওই মহিলাকে তাই দেখা করতে দেননি সুরক্ষাকর্মীরা এবং পুরসভার কর্মীরা।
মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও বিফল হওয়ায় মহিলা ক্ষুব্ধ হন। তারপরই প্রতিবাদে তিনি হাজির হন নালার পাশে। নেমে পড়েন যাবতীয় নর্দমার জলের নালায়।
খুব স্বাভাবিকভাবেই তাঁর এই কাণ্ড সকলের নজর কাড়ে। এমনকি সংবাদমাধ্যমেরও নজর কাড়ে বিষয়টি। সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়াতে থাকে এই নালায় মহিলার নেমে দাঁড়িয়ে থাকার ছবি।
হয়তো সরাসরি দেখা করতে না পারলেও এভাবে কার্যত ওই মহিলা তাঁর দাবিদাওয়া সেই পৌঁছেই দিলেন মন্ত্রীর কাছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রায়চূড় জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা