National

মোস্ট ওয়ান্টেড বাঁদরকে ধরে দিলে ২১ হাজার টাকা পুরস্কার, তারপরই নাটকীয়ভাবে পাকড়াও

কোনও অপরাধীকে পুলিশ পাকড়াও করতে হিমসিম খেলে তখন তার মাথার দাম ঘোষণা হয়। ধরে দিতে পারলেই পুরস্কার। এবার তেমনই পুরস্কার অর্থ এক বাঁদরের ক্ষেত্রে ঘোষণা হল।

একটি বাঁদর মোস্ট ওয়ান্টেড হতে পারে‍? একজন অপরাধী হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত বাঁদর! অথচ সেটাই হয়েছে। একটি বাঁদরকে ধরে দিতে পারলে ২১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল স্থানীয় পুরসভা। কারণ পুরকর্মীরা ওই বাঁদরকে ধরার চেষ্টা করে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেন।

এদিকে বাঁদর তার তাণ্ডব অব্যাহত রেখেছিল। একের পর এক মানুষ তার রক্তক্ষয়ী আক্রমণের শিকার হচ্ছিলেন। ২ সপ্তাহের মধ্যে ২০ জনকে ভয়ংকরভাবে জখম করে ওই বাঁদর। যার মধ্যে ৮টি শিশু রয়েছে। বয়োবৃদ্ধরাও রয়েছেন।


বাঁদরটি আচমকাই মানুষের ওপর লাফিয়ে পড়ে তাঁকে রক্তাক্ত করছিল। অনেকের ক্ষত এতটাই গভীর যে অনেকগুলি সেলাই পড়ে। শহরের মানুষ এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে কয়েকজন বন্দুক হাতে বাড়ি পাহারা শুরু করেন।

বাঁদরের ভয়ে মানুষ রাস্তায় বার হতে পারছিলেননা। পুরকর্মীরা নানাভাবে তাকে পাকড়াও করার চেষ্টা চালালেও তাকে পাকড়াও করা সম্ভব হয়নি। অবশেষে তাঁরা হাল ছেড়ে দেন।


পুরসভার তরফে পুরস্কার ঘোষণা করা হয় যে বা যাঁরা ওই বাঁদরকে পাকড়াও করতে পারবেন ২১ হাজার টাকা নগদ পুরস্কার পাবেন। তবে শুধু পুরস্কার ঘোষণা করেই ছেড়ে দেয়নি পুরসভা। ওই বাঁদরকে যথাসম্ভব দ্রুত পাকড়াও করতে বন দফতরকেও খবর দেওয়া হয়।

বন দফতরের কর্মীরা স্থানীয় মানুষের সাহায্য নিয়ে এরপর বাঁদর ধরার চেষ্টায় নেমে পড়েন। আনা হয় ড্রোন। আকাশপথে বাঁদরকে চিহ্নিত করার চেষ্টা হয়। নেওয়া হয় ঘুমপাড়ানি ট্র্যাঙ্কুলাইজারও।

অবশেষে বাঁদরটিকে দেখতে পাওয়া যায়। তাকে ড্রোন দিয়েও নজরে রাখা হয়। এরপর ৪ ঘণ্টা লড়াই চালিয়ে অবশেষে ওই ঘুমপাড়ানি ওষুধেই কাবু করা হয় ওই দোর্দণ্ডপ্রতাপ বাঁদরকে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় শহরে। বন দফতরের তরফে জানানো হয়েছে পাকড়াও বাঁদরটিকে মানুষের থেকে অনেক দূরে করে দিতে ঘন জঙ্গলে ছেড়ে আসা হবে।

এদিকে বাঁদর ধরে দেওয়ার ২১ হাজার টাকা ওই বন দফতরের দলের হাতে তুলে দেওয়া হয়েছে, যারা ওই বাঁদরটিকে শেষ পর্যন্ত পাকড়াও করতে সমর্থ হল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button