৬০ বছর পর ফের ফিরল সেই বিরলতম দিন, এক সুতোয় গাঁথল দিল্লি মুম্বই
এমনটা সচরাচর দেখা যায়না। দেশের অন্যতম প্রধান ২ শহর দিল্লি ও মুম্বই সেই বিরলতম দিন দেখল ৬০ বছর পর।
এমন ঘটনা শেষবার ঘটেছিল ১৯৬১ সালে। ওই বছরের ২১ জুন ঘটেছিল সেই বিরল সমাপতন। তারপর তা ফের দেখা গেল ২০২৩ সালের ২৪ জুন। মাঝে কেটে গেছে ৬০ বছরের বেশি সময়।
এরমধ্যে এমনটা দেখার সুযোগ পাননি দিল্লি ও মুম্বই শহরের বাসিন্দারা। আসলে দিল্লিতে ২ দিন আগেই তার আগমন হল। আর মুম্বইতে হল ২ সপ্তাহ পরে। ভারতের অন্যতম প্রধান ২ শহরের এই ২ দিন ও ২ সপ্তাহের ২ গোলযোগ সব মিলিয়ে দিল। আর দেখা মিলল বিরলতম দিনের।
অসহ্য গরমে জ্বলতে থাকা দিল্লিকে স্বস্তি দিয়ে শনিবার সেখানে প্রবেশ করেছে বর্ষা। ২ দিন আগেই বর্ষার প্রবেশ হল দিল্লিতে। ঠিক ওই একই দিনে মুম্বই শহরেও প্রবেশ করল বর্ষা।
মুম্বইতে অবশ্য ২ সপ্তাহ দেরি হল বর্ষার প্রবেশে। একই দিনে দিল্লি ও মুম্বই শহরে বর্ষার প্রবেশ অবাক করেছে আবহবিদদের। এই ঘটনা শেষবার ঘটেছিল ১৯৬১ সালে। সেবার ২১ জুন মুম্বই ও দিল্লি শহরে একসঙ্গে বর্ষার প্রবেশ হয়েছিল।
শনিবার বর্ষার প্রথম বৃষ্টিতে যেমন দিল্লিবাসী স্বস্তি পেয়েছেন, তেমনই মু্ম্বইতে শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের বানভাসি চেহারা হয়েছে। বর্ষার প্রবেশের প্রথম বৃষ্টিতেই মুম্বই শহরের বেহাল দশা।
এদিক বৃষ্টি শুধু মুম্বই দিল্লি বলেই নয়, একসঙ্গে প্রবেশ করেছে হরিয়ানা, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা