তাঁবু খাটিয়ে রাত কাটাতে বাধ্য হচ্ছেন টমেটো চাষিরা
টমেটো চাষিদের এখন তাঁবুতেই রাত কাটছে। তাঁবু খাটিয়ে রাতে সেখানেই শুতে হচ্ছে তাঁদের। এছাড়া আর কোনও রাস্তাও খোলা নেই তাঁদের সামনে।
টমেটোর দাম ভারতের বাজারে আকাশ ছুঁয়েছে। টমেটো দোকানে দেখা গেলেও অনেকেরই তা কেনার ক্ষমতার বাইরে। সেই টমেটো যেখানে চাষ হয় সেখানে রাতে চাষিদের রাত কাটাতে হচ্ছে তাঁবু খাটিয়ে। এছাড়া তাঁদের সামনে আর কোনও রাস্তা খোলা নেই বলেও জানিয়ে দিয়েছেন চাষিরা।
টমেটো এখন জমিতে পাকার মুখে। সেই টমেটোই আবার বাজারে কেনার ক্ষমতার বাইরে। ফলে সেই আপাত দুর্লভ টমেটোতে নজর পড়েছে চোরদের। তারা টমেটো চাষের জমি থেকেই টমেটো হাওয়া করে দিচ্ছে। আর তা করছে রাতের অন্ধকারে।
কৃষকরা জানাচ্ছেন এক বাক্স টমেটো চুরি যাওয়া মানে প্রায় আড়াই থেকে ৩ হাজার টাকার ক্ষতি। এক কৃষক তো ইতিমধ্যেই তাঁর ৩ লক্ষ টাকার টমেটো জমি থেকেই রাতারাতি চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে।
জমি থেকেই টমেটো চুরির ঘটনা বেড়েই চলেছে। তা রুখতে এবার তাই টমেটো চাষিরা নিজেরাই রাত জেগে পাহারার স্থির করেছেন। এজন্য জমিতেই তাঁবু খাটিয়ে রাত কাটাচ্ছেন তাঁরা। যাতে পাকতে চলা টমেটো নিয়ে কেউ পালিয়ে না যেতে পারে।
কর্ণাটকের একটা বিস্তীর্ণ অঞ্চলের টমেটো চাষ বিখ্যাত। সেখানেই এই ঘটনা ঘটে চলেছে। রাতে জমি ফাঁকা হয়ে যাচ্ছে টমেটো চোরদের জ্বালায়।
এদিকে বেশ কয়েক বছর টমেটো চাষ করেও সেভাবে লাভের মুখ দেখতে না পাওয়া কৃষকদের দাবি, এবার তাঁরা টমেটোর ভাল দাম পাচ্ছেন। সেই টমেটো যদি মাঠ থেকেই চুরি হয়ে যায় তাহলে তা মেনে নেওয়া যায়না। তাই আপাতত বাড়িতে শান্তির ঘুম ছেড়ে তাঁরা রাত জেগে মাঠ পাহারায় মন দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা