পুলিশকে এড়াতে জ্যান্ত টিকটিকি গিলে খেল তরুণ
পুলিশের হাত থেকে বাঁচতে অনেক অভিযুক্ত বা অপরাধী পালিয়ে যায়। কিন্তু জ্যান্ত টিকটিকি গিলেও যে পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করা যায় সেটা দেখাল এক তরুণ।
এক ১৮ বছরের তরুণীর বাবা থানায় এসে জানান তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাঁর মেয়েকে তাঁরই পরিবারের এক মহিলা সঙ্গে করে নিয়ে যান। কিন্তু তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। ওই মহিলাও বলতে পারছেন না তরুণী কোথায় গেছেন।
পুলিশ তদন্তে নেমে অবশেষে ওই তরুণীর খোঁজ বেঙ্গালুরুতে পায়। কানপুরের সাধ গ্রামের বাসিন্দা ওই তরুণী কীভাবে সেখানে পৌঁছলেন তার খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পারে এক বছর ২৪-এর তরুণ এই কাণ্ডের সঙ্গে যুক্ত।
ওই তরুণকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ওই তরুণী পুলিশকে জানান, তাঁকে অপহরণ করে তাঁর সঙ্গে জোর করে মিলন করে ওই তরুণ।
থানার লকআপে থাকার সময় ওই তরুণ জেলে যাওয়া এড়াতে চাইছিল। জেলে যাওয়া এড়াতে সে এক আজব কাণ্ড ঘটায়।
থানার মধ্যেই একটি টিকটিকি ঘুরছিল। সেটিকে ধরে সে খেয়ে নেয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়।
জেলে যাওয়া এড়াতে যে কেউ জ্যান্ত টিকটিকিও খেয়ে নিতে পারে তা পুলিশের কাছেও অবাক করা লেগেছে। এমন ঘটনা তারাও কখনও দেখেনি।
উত্তরপ্রদেশের ফতেপুরের বাসিন্দা মহেশ কুমার ওই তরুণীর সঙ্গে যা করেছে বলে তরুণী অভিযোগ করেছেন তাতে তার জেলে যাওয়া কার্যত নিশ্চিত ছিল। সেটা সে হয়তো নিজেও বুঝতে পারছিল। তাই শেষপর্যন্ত সকলের ধারনার বাইরে এমন এক কাণ্ড ঘটাল সে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা