ওড়িশায় নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে মৃত্যু হল ১ জনের। ১১ জন গুরুতর আহত। ভুবনেশ্বরের বোমিখালের কাছে তৈরি হচ্ছিল ফ্লাইওভারটি। রবিবার বিকেলের দিকে ওই ফ্লাইওভারের কিছুটা অংশ ভেঙে পড়ে। তখন সেখানে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ।
এদিকে ঘটনা ঘটার পরপরই ২ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন তিনি। সেইসঙ্গে আহতদের নিখরচায় চিকিৎসা করা হবে বলেও শ্বাস দেন। সেইসঙ্গে এই ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।