বৃষ্টি নেই, তবু জলের তলায় রাজধানী, গৃহবন্দি শহরবাসী
বৃষ্টিতে শহরে জল বাড়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এখানে বিনা বৃষ্টিতেই শহর বানভাসি। জলের তলায় চলে গেছে অধিকাংশ এলাকা।

দিল্লির বেশ কয়েকটি এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হোক বা তাঁরা নিজেরা বাড়িঘর ফেলে পালিয়ে যাওয়া, এ চিত্র ১ দিন আগে থেকেই নজর কাড়ছিল। এবার সেই জল আরও বেড়ে শহরের একটা বড় অংশকেই গ্রাস করল।
দিল্লি শহরের এমন চেহারা আদৌ কেউ কখনও দেখেছেন কিনা মনে করতে পারছেন না। শহরের প্রায় সিংহভাগই এখন জলের তলায়। কোথাও বুক জল তো কোথাও কোমর জল। যানবাহন অনেক রাস্তাতেই স্তব্ধ। কয়েকটি জায়গায় রাস্তা জেগে থাকায় সেখানে যানজট অস্বাভাবিক চেহারা নিয়েছে।
দিল্লিতে কিন্তু বৃষ্টি হচ্ছেনা। কিন্তু জল বেড়েই চলেছে। আর তা হচ্ছে যমুনা নদীর ভয়ংকর চেহারার কারণে। যমুনার জলস্তর যেখানে পৌঁছে গেছে তা আগে কখনও পৌঁছয়নি।
দিল্লির অধিকাংশ মানুষ বাড়িতেই গৃহবন্দি। স্কুল কলেজ বন্ধ। কোথায়ও প্রায় কাজকর্ম কিছু হচ্ছেনা। যমুনার এভাবে ফুলে ফেঁপে ওঠার অবশ্য কারণ রয়েছে।
হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টির জেরে সেই জল নেমে এসেছে হরিয়ানায়। হরিয়ানার হাথনিকুণ্ড ব্যারেজে জল বিপদ সীমার ওপরে পৌঁছে গেছে। ফলে সেখান থেকে জল ছাড়া চলছে। আর সেই জল দিল্লির এই ভয়ংকর পরিস্থিতি করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ব্যারেজ থেকে এভাবে জল ছাড়া বন্ধ করতে অনুরোধ করেছেন।
শহর জুড়ে এমন বন্যার পরিস্থিতি দিল্লির মেট্রো পরিষেবাকেও ব্যাহত করেছে। দিল্লির সরকারি অফিসেও যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাঁরা বাদে বাকি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। বেসরকারি ক্ষেত্রের কর্মীদেরও সেই ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা