National

তৈরি হল ২৬ দলের বিজেপি বিরোধী জোট, শুরুতেই নামে চমক

আইএনডিআইএ, একসঙ্গে করলে ইন্ডিয়া হয়। বিজেপি বিরোধী ২৬টি দল এক হয়ে জানাল তারা এবার থেকে ইন্ডিয়া। তবে এ ইন্ডিয়ার অর্থ ভারত নয়।

ক্রমশ জমাট বাঁধছিল বিরোধী জোট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী শক্তিকে জোরদার করতে সচেষ্ট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমারের মত নেতারা। মঙ্গলবার বেঙ্গালুরুতে ভারতের ২৬টি দল অবশেষে একজোট হল। আর সেই জোটে এবার যোগ দিল কংগ্রেসও।

সেখানেই এই জোটের নামও নির্ধারিত হয়। জোটের নাম দেওয়া হয়েছে আইএনডিআইএ। একসঙ্গে করলে দাঁড়ায় ইন্ডিয়া। তবে এই ইন্ডিয়া এ দেশের নামে নয়। এই ইন্ডিয়া হল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। যাকে ছোট করে বলা হচ্ছে ইন্ডিয়া।


এই ২৬ দলের জোটই হয়ে উঠল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী প্রধান শক্তি। নানা নাম নিয়েই জোটের নাম ভাবা হচ্ছিল এই ২ দিনের বৈঠকে। তবে শেষ পর্যন্ত নামটি চূড়ান্ত করেন রাহুল গান্ধী।

এদিকে যখন বিজেপি বিরোধী মহাজোট চূড়ান্ত রূপ নিচ্ছিল বেঙ্গালুরুতে, তখন দিল্লিতে লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করছিল বিজেপিও।


দিল্লিতে চলছিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর বৈঠক। যেখানে বিজেপি ছাড়াও ছিল এনডিএ-র ৩৮টি দল। ফলে সেখানে নিজেদের ক্ষমতাও বিজেপি পাল্টা দেখিয়ে দিয়েছে।

২৬ দলের যে মহাজোট তৈরি হল বেঙ্গালুরুতে এবং পাল্টা বিজেপি যেভাবে তাদের ক্ষমতা দিল্লিতে দেখিয়ে দিল, তাতে লোকসভা নির্বাচনে টক্কর যে জোরদার হতে চলেছে তা পরিস্কার।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, স্ট্যালিন, উদ্ধব ঠাকরে, লালুপ্রসাদ যাদব, হেমন্ত সোরেন, শরদ পাওয়ার, ডি রাজা, শিবকুমার, মল্লিকার্জুন খাড়গে এবং এমন তাবড় নেতাদের এই জোট কিন্তু কিছুটা হলেও বিজেপিকে চিন্তায় রাখবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button