বরের মাথায় উঁকি দিল লুকোনো সত্য, তেড়ে এল কনেপক্ষ
বরের মাথায় সত্য উঁকি দিতেই বিয়ে বাড়ির সব আনন্দ গেল মুছে। আনন্দ ভুলে ঘুষি পাকিয়ে তেড়ে এল কনে পক্ষ।
বিয়ের আয়োজনে ত্রুটি ছিলনা। আনন্দেরও খামতি ছিলনা। সকলেই খুশি। খুশিরই তো অনুষ্ঠান। বরও হাজির বিয়ে করতে। তাঁকে খাতির করে এনে বসানোও হয়। যত্নের অভাব ছিলনা বর ও বরপক্ষের।
কিন্তু এরমধ্যেই হল সত্য উদ্ঘাটন। তাও আবার বরের মাথায়। কনে পক্ষের কয়েকজনের সন্দেহ হওয়ায় তাঁরা খতিয়ে দেখার চেষ্টা করেন। আর তাতেই সব পরিস্কার হয়ে যায়। পর্দার বালা হয়ে ওঠেন বাস্তব জীবনের এই বিয়ে করতে আসা বর।
বরের মাথায় চুল নেই। পুরোটাই টাক। এটা তিনি লুকিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ কনেপক্ষের। বিয়ের দিন তাদের কেমন সন্দেহ হয় বরের চুলের দিকে তাকিয়ে। তারপর সেই চুল খতিয়ে দেখতেই বোঝা যায় তা নকল।
সেই নকল চুল পরে বর এসেছেন বিয়ে করতে। বর টাক মাথা লুকিয়ে পরচুলা পরে ঠকিয়েছেন। একথা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। তারপরই আচমকা মারমুখী হয়ে ওঠেন কনেপক্ষের অনেকে।
বিয়ে ওঠে লাটে। শুরু হয় বরকে ঘিরে অশ্রাব্য গালিগালাজ এবং প্রহার। হাতজোড় করে ক্ষমা চাইতে থাকেন বর। জানান ভুল হয়ে গেছে তাঁর। কিন্তু মারমুখী কনেপক্ষের মারমুখী মানসিকতায় কোনও পরিবর্তন তিনি করতে পারেননি।
অবশেষে কয়েকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। বিয়ে করতে এসে চরম লাঞ্ছনার শিকার হয়ে ফিরতে হয় বরকে। ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়। শেষপর্যন্ত পরচুলা হাতে করে বাড়ি ফিরতে হয় বরকে।