ফ্রিতে ১ কেজি টমেটো, অটো চালকের বাম্পার অফার
যেখানে অধিকাংশ পরিবার টমেটো খাওয়ায় ইতি টেনেছে, যাঁরা কিনছেন তাঁরাও নামমাত্র, সেখানে সহজ শর্ত মানলে ১ কেজি টমেটো বিনামূল্যে দেওয়ার অফার দিচ্ছেন এক অটো চালক।
টমেটোর দাম আকাশছোঁয়া। দাম নামার তেমন ইঙ্গিতও নেই। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন আরও মাস দুয়েক এমন পরিস্থিতি সহ্য করতে হবে। অনেক পরিবার টমেটো খাওয়াই ছেড়ে দিয়েছে। অনেকে আবার গুনে গুনে ২টো কি ৩টে টমেটো কিনছেন।
এই অবস্থায় সাধারণ মধ্যবিত্ত ভুলেই গেছেন বাজারের থলিতে ১ কেজি টমেটো দেখতে কেমন লাগে! সেখানে ১ কেজি টমেটো বিনামূল্যে দেওয়ার অফার দিলেন এক অটো চালক। অবশ্যই শর্ত সাপেক্ষে। তবে শর্ত এমন কিছু কঠিন নয়।
অটো তো যাতায়াতের জন্য সকলেরই প্রয়োজন। ওই অটো চালকের শর্ত হল তাঁর অটোতে ৫ বার ভ্রমণ করলেই মিলবে ১ কেজি টমেটো। তিনি ৫ বার তাঁর অটোতে চাপা ওই ব্যক্তিকে তাঁর তরফ থেকে ১ কেজি টমেটো বিনা খরচে উপহার দেবেন।
চণ্ডীগড়ের ওই অটো চালকের নাম অনিল কুমার। টমেটোর এই দুর্মূল্যের বাজারে বিনা খরচে ১ কেজি টমেটো যে ৫ বার অটো চড়লেও পাওয়া যেতে পারে তাই অনেকে বিশ্বাস করতে পারছেন না।
অনিল কুমার অবশ্য এমনই এক মানুষ। যাঁর একমাত্র উপার্জনের পথ অটো চালনা হলেও তিনি সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা ভুলে যাননি।
অন্তঃসত্ত্বা মহিলাদের হাসপাতালে পৌঁছে দিলে তিনি কোনও ভাড়া নেন না। এমন নানা অফারও তিনি দিয়ে থাকেন। ফলে অনিল কুমার সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছেন অচিরেই। তিনি এখন চণ্ডীগড় শহরের অন্যতম জনপ্রিয় অটো চালক।