সেঞ্চুরি হাঁকালেই সরকারি যত্ন পাবে ২৮ ধরনের গাছ
এও এক অভিনব উদ্যোগ। একটি রাজ্য দিয়ে শুরু হলেও তা বাকি রাজ্যগুলিতেও ছড়িয়ে পড়বে বলেই আশাবাদী অনেকে। শতায়ু গাছদের কদর বাড়ছে সরকারের খাতায়।
গাছ তো অনেক রকম হয়। এত রকম যে তার সংখ্যা অনেক সময় বলে ওঠা যায়না। তবে তার মধ্যে ২৮ ধরনের গাছ এক বিশেষ সম্মান পাচ্ছে। এদের বয়স ১০০ বছর হলে এবং তারা তখনও বেঁচে থাকলে সেসব গাছের গায়ে বিশেষ তকমা সেঁটে দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। তাদের হেরিটেজ গাছ বলে আখ্যা দেওয়া হচ্ছে।
এদিকে আবার একবার হেরিটেজ গাছ আখ্যা পেলে গাছের দুনিয়ায় তাদের অন্য পরিচিতি ও সরকারি খাতায় অন্য কদর তৈরি হচ্ছে। যার প্রভাব যত্নেও পড়তে চলেছে।
এই যে ২৮ ধরনের গাছের কথা বলা হচ্ছে তার মধ্যে রয়েছে, বট, অশ্বত্থ, মেহগনি, মহুয়া, আম, জাম, তেঁতুল, অর্জুন, নিম-এর মত গাছগুলি।
উত্তরপ্রদেশ সরকার এবার রাজ্যের শতবর্ষ পার করা গাছদের আলাদা সৌন্দর্যায়নের স্থির করেছে। হেরিটেজ ট্রি অ্যাডপশন স্কিমের আওতায় এই গাছগুলির আলাদা করে যত্ন নেওয়া হবে। সাজিয়ে তোলা হবে।
২৮ ধরনের বিশেষ প্রজাতির গাছের ১০০ বছর বয়স হলে এবং তা যদি কোনও জঙ্গলের মধ্যে না থাকে, তাহলে তার আলাদা যত্নের ব্যবস্থা সরকার করবে।
এমন ১০০ বছর পার করা ২৮ ধরনের গাছ চিহ্নিত করা শুরু হয়ে গেছে। বারাণসীতেই পাওয়া গিয়েছে এমন ৯৯টি গাছ, প্রয়াগরাজে রয়েছে ৫৩টি, হরদোইতে রয়েছে ৩৭টি গাছ। এমন এমন নানা জায়গা মিলিয়ে মোট ৯৪৮টি গাছের খবর মিলেছে যাদের বিশেষ যত্নের ও সৌন্দর্যায়নের ব্যবস্থা করছে সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা