টমেটোর দাম কমাতে মন্ত্রীর পরামর্শে হাসি থামছে না মানুষজনের
টমেটোর দাম আকাশছোঁয়া। টমেটোর দাম যাতে কমে সেজন্য এক মন্ত্রীর পরামর্শ শুনে একাধারে হাসি থামছে না মানুষজনের। পাশাপাশি আজব পরামর্শে প্রবল বিরক্তও তাঁরা।
টমেটোর দাম যেভাবে দিনের পর দিন ধরে বেড়ে রয়েছে তাতে তা অবিলম্বে কমা দরকার। কিন্তু টমেটোর দাম এখনও সেভাবে নামছে না। এরমধ্যেই এক মন্ত্রীর পরামর্শে অবাক হয়ে গেছেন সাধারণ মানুষ। মন্ত্রী টমেটোর দাম যাতে কমে সেজন্য ২টি উপায় বাতলেছেন। কিন্তু এই ২টি উপায় শুনে সাধারণ মানুষ হেসেই অস্থির। প্রবল বিরক্তও অনেকে।
উত্তরপ্রদেশের নারী কল্যাণ ও শিশু পুষ্টি বিষয়ক মন্ত্রী প্রতিভা শুক্লা টমেটোর দাম কমাতে ২টি পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, মানুষের টমেটো খাওয়া বন্ধ করে দেওয়া দরকার।
টমেটো খাওয়াই সকলে যদি বন্ধ করে দেন তাহলে দাম আপনা থেকেই কমে যাবে। বিক্রিই যদি না হয় তাহলে দাম বেড়ে থাকতে পারেনা। টমেটো খাওয়া বন্ধ করে দিয়ে টমেটোর পরিপূরক হিসাবে পাতিলেবু ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন তিনি।
টমেটো খাওয়া বন্ধ করে দেওয়ার পরামর্শের পাশাপাশি তাঁর আরও পরামর্শ যদি টমেটো খেতেই হয় তাহলে বাড়িতে টমেটো গাছ লাগিয়ে টমেটো ফলিয়ে নিলেই হয়!
যদি টমেটো খেতেই হয় তাহলে নিজের গাছের টমেটো খান। তাতে খরচও হবেনা। কিনতেও হবেনা। এটা করতে পারলেও তাঁর মতে, টমেটোর দাম কমে যাবে। যেখানে টমেটোর দাম বাজারে কবে কমবে তা নিয়ে গোটা দেশ উদ্বেগের মধ্যে রয়েছে। সেখানে টমেটো বাড়িতেই ফলিয়ে খাওয়া বা টমেটো কেনা বন্ধ করে দেওয়ার পরামর্শকে মোটেও মানুষ ভাল চোখে নেননি।
কেউ এসব শুনে হাসছেন, কেউ বিরক্ত। প্রসঙ্গত এর আগে পেঁয়াজের দাম যখন বেড়ে দিয়েছিল তখন কার্যত কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন পেঁয়াজ খেতেই মানা করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা