টমেটো দিয়ে জন্মদিন পালন করলেন মন্ত্রী
টমেটো এখন এক নজরকাড়া খাবারে পরিণত হয়েছে। যা নিয়ে নানা কাণ্ডকারখানাও হয়ে চলেছে। যেমন এক মন্ত্রী তাঁর জন্মদিন পালন করলেন টমেটো দিয়ে।
টমেটোকে খাওয়ার পাতে বা স্যালাডেই মনে পড়ত মানুষের। তার বাইরে টমেটো নিয়ে ভাবার কারও সময় ছিলনা। কিন্তু এখন সেই আপাত উপেক্ষিত টমেটোই হয়ে উঠেছে মানুষের অন্যতম প্রধান আলোচ্য।
টমেটোর এই জাতে ওঠার পুরো কৃতিত্বই যায় তার অস্বাভাবিক দাম বৃদ্ধির ওপর। যা কার্যত আমজনতাকে টমেটো থেকে দূরে সরিয়ে দিয়েছে। টমেটো কেনা এখন তাঁদের কাছে বিলাসিতার শামিল।
সেই টমেটোকেই তাই এবার তাঁর জন্মদিনে সামনে রাখলেন এক মন্ত্রী। মন্ত্রীর জন্মদিন বলে কথা! ফলে তা পালনে ধুমধামের অভাব থাকলে চলবে না। সে দলের তরফ থেকেও যেমন আয়োজন হবে, তেমন তাঁর নিজের পরিবারেও।
তেলেঙ্গানায় এখন ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি। সেই দলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী কেটি রামারাও-এর জন্মদিনে দলের মধ্যে ছিল উৎসবের মেজাজ। দলের অন্য নেতারাও রামারাওয়ের জন্মদিন পালনে রাস্তায় নামেন।
নেতারা অবশ্য তাঁদের দলীয় নেতার জন্মদিন পালন এবার একটু অন্যরকমভাবে করলেন। একাধিক নেতা বেছে নিলেন টমেটোকে। টমেটো দিয়ে পালিত হল রামারাও-এর ৪৭ তম জন্মদিন।
হায়দরাবাদ সহ বিভিন্ন জায়গায় দলের নেতারা টমেটোর প্যাকেট বিলি করেন সাধারণ মানুষের মধ্যে। আকাশছোঁয়া দামের কারণে টমেটো কিনতে পারছেন না অনেকেই। তাঁদের হেঁশেলে মন্ত্রীর জন্মদিন উপলক্ষে যাতে টমেটোর ছোঁয়া লাগে সেজন্য টমেটো বিলিতে কোনও খামতি রাখেননি ভারত রাষ্ট্র সমিতির নেতারা।
ওয়ারাঙ্গলে তো এই টমেটো বিলি শুরুর কয়েক মিনিটের মধ্যে সাধারণ মানুষের মধ্যে টমেটো নেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তি শুরু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা