ভারত-বেলারুশ সম্পর্কের ২৫ বছর পূর্তি উপলক্ষে ২ দিনের ভারত সফরে আসা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে দুই দেশের মধ্যে ১০টি চুক্তি সাক্ষরিত হয়েছে। যারমধ্যে রয়েছে তেল ও গ্যাস, শিক্ষা, কৃষিবিজ্ঞান সহ বেশ কিছু দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়। এছাড়া নিরাপত্তা ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে দুইরাষ্ট্র নেতার আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়েও।
মঙ্গলবার প্রথমে রাষ্ট্রপতি ভবনে যান বেলারুশ প্রেসিডেন্ট। সেখানে গার্ড অফ অনারের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পাশাপাশি কথা বলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে।