অমিতাভ বচ্চনই ধরিয়ে দিলেন তাঁর অন্ধ ভক্তকে
যাঁকে চিরকাল ভগবানের নজরে দেখে এসেছে সে, সেই অমিতাভ বচ্চনই কিনা তাকে ধরিয়ে দিলেন। এ আক্ষেপ হয়তো কোনওদিন ভুলতে পারবেনা বিজয়।
অমিতাভ বচ্চনের অন্ধ ভক্তের সংখ্যা এ ভারতে কম নয়। তাঁদেরই একজন বিজয়। অমিতাভ যত সিনেমায় অভিনয় করেছেন তার অনেকগুলিতেই তাঁর নাম ছিল বিজয়। সেই নামটাই কাকতালীয়ভাবে মিলে গিয়েছিল তাঁর ভক্তের ক্ষেত্রেও। বিজয় যাদব ও তার এক বন্ধু সোনু যাদব মিলে স্থির করে যে তারা চুরি করবে।
ইন্দোরের বাসিন্দা আনোয়ার কাদরির বাড়িতে সকলে ঘুমিয়ে পড়ার পর রাতে ২ জন চুরি করতে ঢোকে। নিঃশব্দে চুরিও করে। কেউ টেরও পাননি।
বাড়ির সকলে তখন ঘুমে কাতর। এবার বেরিয়ে যাওয়ার পালা। বমাল সমেত সোনু যাদব বেরিয়ে যায় বাড়ি থেকে। কিন্তু বিজয় সেখানে থেকে যায়।
এক চোর বেরিয়ে গেল অথচ অন্য চোর রয়ে গেল কেন? আসলে চুরি করতে এসেও মাথায় অমিতাভ বচ্চন ঘুরে বেড়াচ্ছিলেন বিজয়ের। আনোয়ারের বাড়ির দেওয়ালে সে একটি পেন দিয়ে শুরু করে অমিতাভ বচ্চনের সিনেমার চোখা চোখা ডায়লগ লেখা। সাড়া জাগানো সব ডায়লগ সে লিখতে থাকে।
এমন সময় ওই ঘরে থাকা একটি কাচের জিনিস তার গায়ে ধাক্কা লেগে পড়ে যায়। কাচ ভাঙার ঝনঝন শব্দে পরিবারের সকলের ঘুম ভেঙে যায়। পুরো পরিবার উঠে পড়ায় আর পালাবার পথ ছিলনা বিজয়ের।
অমিতাভ বচ্চনের ডায়লগ লেখার লোভ সামলাতে না পেরে বিজয় ধরা পড়ে যায়। পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় কাদরি পরিবার। ইন্দোর পুলিশের তরফ থেকে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেওয়া হয়।