নিজস্ব এফএম রেডিও চ্যানেল হচ্ছে জেলে, বন্দিরাই হবে রেডিও জকি
এফএম রেডিওতে গান শোনার অভ্যাস এখনও বহু মানুষের রয়েছে। এবার কিন্তু আর গান নয়, জেলে চালু হতে চলেছে নিজস্ব এফএম রেডিও স্টেশন। স্রেফ বন্দিদের জন্য।
ইন্টারনেট, টেলিভিশনের যুগেও এফএম রেডিও-র একটা আলাদা জায়গা মানুষের মনে রয়েছে। বাড়ি হোক বা অন্য কোথাও, একটু অবসর পেলে এফএম রেডিও শোনার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু এবার আর শুধু গান নয়। এবার একটি জেলে চালু হতে চলেছে একটি এফএম রেডিও চ্যানেল।
রেডিও মির্চি, বিগ এফএম, রেডিও রেনবো-র মত এও এক রেডিও চ্যানেল। এখানে অবশ্য শুধু গান হবেনা। বন্দিদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা, দেশ দুনিয়ায় কোথায় কি হচ্ছে তা জানানো, বন্দিরা কেউ গান, কবিতা বা কোনও সাংস্কৃতিক কাজ করলে তা প্রচার করা।
বন্দিদের এটাও ওই এফএম মারফত জানানো হবে যে তাঁদের কবে মামলা আদালতে উঠছে। জেলের নিয়মকানুন সম্বন্ধেও নিয়মিতভাবে বন্দিদের অবগত করা হবে।
এই এফএম রেডিও চ্যানেলে রেডিও জকির কাজ করবে বন্দিরাই। তাদের মধ্যে থেকে প্রথমে বেছে নেওয়া হবে কয়েকজনকে। তারপর তাদের রেডিও জকির কাজ কীভাবে সামলাতে হয় তার তালিম দেবেন দেশের প্রথমসারির রেডিও জকিরা।
এই এফএম রেডিও চ্যানেলটি কিন্তু সর্বত্র প্রচারিত হবেনা। হবে কেবল কানপুর জেলা সংশোধনাগারে। তার ফ্রিকোয়েন্সিও কেবল জেলের চত্বরের মধ্যেই কার্যকরী হবে। বাইরে নয়।
এই নতুন উদ্যোগের মধ্যে দিয়ে বন্দিদের সংশোধনেরই রাস্তা খুঁজছে প্রশাসন। এভাবে তাদের মধ্যের অপরাধ প্রবণতা কমানোর চেষ্টা করা হচ্ছে। তাদের জীবনের মূল পথে নিয়ে আসার এও এক অভিনব উদ্যোগ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা