National

জুতো হারালে কি করতে হবে, পথ দেখাল বিচারকের ছেলের জুতো

অনেকেরই মন্দির বা অন্য কোথাও জুতো হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে। এমনটা হলে পুলিশ কীভাবে তদন্ত করবে দেখিয়ে দিল এক বিচারকের ছেলের হারানো জুতো।

তিনি স্ত্রী ও পুত্রকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। পেশায় তিনি বিচারক। পকসো আদালতের বিচারক তিনি। তিনি মন্দিরে প্রবেশ করার সময় সকলের মত জুতো বাইরেই খুলে রেখে ঢোকেন। কিন্তু পুজো দিয়ে বেরিয়ে এসে দেখেন তাঁর ছেলের জুতো নিয়ে কেউ পালিয়েছে।

ছেলের ১০ হাজার টাকার দামি ব্র্যান্ডের জুতোটি গায়েব হয়ে গেছে। এমন অভিজ্ঞতা দেশের অনেক মানুষেরই আছে। অধিকাংশ মানুষই এই অবস্থায় খালি পায়েই হেঁটে বাড়ি ফেরেন বা কাছের কোনও জুতোর দোকানে গিয়ে একটি জুতো কিনে পরে নেন।


হারানো জুতোর মায়া ত্যাগ করেই অভ্যস্ত সাধারণ মানুষ। কিন্তু রাজস্থানের আলোয়ারের পকসো আদালতের বিচারক জগেন্দ্র কুমার আগরওয়াল তাঁর ছেলের জুতো হারানোর অভিযোগ ডাক মারফত মানক চক থানায় পাঠান।

ওই অভিযোগপত্র পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ব্রজনিধি মন্দিরের আশপাশের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। কে ওই জুতো জোড়া মন্দিরের সামনে থেকে নিয়ে পালাল তা চিহ্নিত করতে উঠেপড়ে লেগেছে পুলিশ।


এই ঘটনা কিন্তু দেশের আমজনতার কাছেও একটা উদাহরণ। এবার থেকে জুতো হারালে তাই তা গেছে বলে ছেড়ে না দিয়ে সোজা পুলিশের কাছে যাওয়া উচিত। অভিযোগ জানানো উচিত এই চুরির।

পুলিশ যে এমন অভিযোগ যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখে তা কিন্তু রাজস্থানের এই বিচারকের ছেলের জুতো হারানোর তদন্ত থেকেই স্পষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button