চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার আর্জি জানালেন স্বামী চন্দ্রপানি মহারাজ
চাঁদকে সনাতন হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি করলেন ভারত হিন্দু মহাসভা-র সভাপতি স্বামী চন্দ্রপানি মহারাজ। সংসদে বিষয়টি পাশ করানোর দাবি করেছেন তিনি।
চাঁদের মাটিতে ভারতের পদার্পণ অবশ্যই দেশের কাছে গর্বের। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদে পৌঁছল ভারত। যেখানে ভারতের ল্যান্ডার বিক্রম নেমেছে তা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল। যেখানে এখনও অন্য কোনও দেশ পৌঁছতে পারেনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছেন যেখানে বিক্রম নেমেছে সেই জায়গাটি শিব শক্তি পয়েন্ট হিসাবে পরিচিত হবে। চাঁদে ভারতের পদার্পণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পেশ করেছেন ভারত হিন্দু মহাসভা-র সভাপতি স্বামী চন্দ্রপানি মহারাজ।
স্বামী চন্দ্রপানি মহারাজ কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন যে সংসদ থেকে পাশ করিয়ে চাঁদকে সনাতন হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। অন্য কেউ চাঁদকে তাদের বলে ঘোষণা করার আগে চাঁদকে যত দ্রুত সম্ভব হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণার আর্জি জানিয়েছেন তিনি।
স্বামী চন্দ্রপানি মহারাজ এও জানিয়েছেন যে একবার হিন্দু রাষ্ট্র ঘোষণার পর সেখানকার রাজধানী করা হোক শিব শক্তি পয়েন্টকে। কেন্দ্রের কাছে তাঁর এই দাবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
চাঁদে ভারতের পদার্পণ নিয়ে চর্চা চলছে বিদেশেও। ইসরোর বিজ্ঞানীদের রাতদিন এক করা পরিশ্রমের হাত ধরে অবশেষে এই বিরলতম সাফল্য ভারতের ঝুলিতে এসেছে।
মহাকাশ বিজ্ঞানে ভারতকে গোটা বিশ্ব এখন সম্মানের নজরে দেখছে। চাঁদের মাটিতে ইতিমধ্যেই ভারতের রোভার প্রজ্ঞান তার পথচলা শুরুও করে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা