মাঝরাস্তায় বাস চুরি করে যাত্রীদের কাছ থেকে ভাড়া কেটে পালাল চোর
এমন আজব কাণ্ড কেউ কখনও শুনেছেন কি। একটি রুটে চলা সরকারি বাস মাঝরাস্তায় চুরি হয়ে গেল। তারপর যাত্রীদের কাছ থেকে ভাড়া কেটে পালাল চোর।
অনেক যাত্রী নিয়ে বাসটি ছুটে যাচ্ছিল গন্তব্যে। লম্বা রুট। রাতেও বাস ছুটবে। তাই সরকারি পরিবহণের সেই বাসের চালক, কন্ডাক্টর এবং ইচ্ছুক যাত্রীরা রাতের খাবার খেতে নেমেছিলেন একটি ধাবায়। সেখানে সকলে রাতের খাবার শেষ করছিলেন। খাবার খেয়ে বাসে লম্বা সফর।
এদিকে বাস চালক খেতে ব্যস্ত দেখে এক ব্যক্তি লুকিয়ে উঠে পড়ে বাসটিতে। তারপর বাস নিয়ে চম্পট দেয়। তাঁর বাস নিয়ে কেউ চলে যাচ্ছে দেখে বাস চালক দ্রুত তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন।
এদিকে বাস চুরি করে একটি স্টপেজে বাসটিকে দাঁড় করায় ওই চোর। সেখানে অনেক যাত্রী হায়দরাবাদ যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তাঁদের ভাড়া কেটে এক এক করে বাসে তোলে সে।
কন্ডাক্টর কোথায় জিজ্ঞেস করায় জানায় সে কাছেই আছে। রাস্তায় বাসে উঠে পড়বে। তাই চালক হয়ে তাঁকেই ভাড়া সংগ্রহ করতে হচ্ছে। সব যাত্রী ভাড়া দিয়ে বাসে উঠে পড়ার পর বাসটি প্রবল গতিতে ছুটতে শুরু করে। এভাবে বাসটি ছুটতে থাকায় সন্দেহ হয় যাত্রীদের। অনেকে সেই চালকের ছবিও তোলেন।
এদিকে রাস্তায় এক জায়গায় বাসের তেল ফুরিয়ে যায়। বাস দাঁড়িয়ে পড়ে। এই সময় ওই বাস চোর চালকের আসন থেকে নেমে সংগ্রহ করা ভাড়া নিয়ে সেখান থেকে চম্পট দেয়।
যাত্রীরা পুলিশে খবর দেন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেটে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও যাত্রীদের দেওয়া তথ্য ও ছবির ভিত্তিতে ওই বাস চোরকে গ্রেফতারও করে ফেলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা