স্কুল পড়ুয়াদের দারুণ মজা, এই রাজ্যে কমল স্কুলের সময়
স্কুল পড়ুয়াদের যতক্ষণ ক্লাস করা বাধ্যতামূলক, তা কমে যাচ্ছে এই রাজ্যে। তাদের আবার ২ ধরনের সময়ের ক্লাস হবে স্কুলে। নতুন শিক্ষা ব্যবস্থায় একগুচ্ছ পরিবর্তন।
স্কুলের একটি সপ্তাহে মোট ক্লাসের সময় ২৯ ঘণ্টার বেশি হবেনা। নতুন শিক্ষানীতি মেনে একটি রাজ্য ইতিমধ্যেই এই রাস্তায় হাঁটতে চলেছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ পৌঁছে গিয়েছে স্কুলে। এই ২৯ ঘণ্টার মধ্যে সপ্তাহের প্রথম ৫ দিন, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ক্লাসের মেয়াদ হবে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা।
মাসে ২টি শনিবার ছুটি থাকবে স্কুল। অন্য ২টি শনিবারে ক্লাস হবে। তবে সেই ক্লাসের সময়সীমা হবে ২ থেকে আড়াই ঘণ্টা। সব মিলিয়ে সপ্তাহে মোট ২৯ ঘণ্টা ক্লাস নেওয়া যাবে। সেই সঙ্গে ক্লাসের সময়েও এসেছে পরিবর্তন।
প্রতি ক্লাসের সময় ৪৫ মিনিট আর থাকছে না। প্রধান কিছু বিষয় যেমন অঙ্ক, বিজ্ঞানের মত বিষয়ের ক্লাস ৪০ থেকে ৫০ মিনিটের হবে। আর অন্য বিষয়গুলির ক্লাস ৩৫ মিনিটের হবে। সেভাবেই রুটিন তৈরি করতে হবে স্কুলগুলিকে।
এছাড়া ১ বছরে এক পড়ুয়া স্কুলে সর্বোচ্চ ১০ দিন ব্যাগ ছাড়াই আসতে পারবে। স্কুল কর্তৃপক্ষকে সেই ছাড় দিতে হবে। ছাত্রছাত্রীদের পরীক্ষামূলক পদ্ধতি মেনে পড়াতে হবে। যা নতুন শিক্ষানীতিতে রয়েছে।
উত্তরপ্রদেশের সব স্কুলে এই নতুন নীতি চালু হতে চলেছে। উত্তরপ্রদেশের হাত ধরে কি তবে এবার ভারতের অন্য রাজ্যগুলিতেও এই একইভাবে কমতে চলেছে ছাত্রছাত্রীদের ক্লাসের সময়। হলে সেটা কবে? এটাই এখন বড় প্রশ্ন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা