এ পাখি এখনও আছে, ঘাঘরার ধারে দেখা মিলতে অবাক পক্ষীবিদরাও
অনেকেরই ধারনা ছিল এ পাখি আর হয়তো এ পৃথিবীতে নেই। কিন্তু আচমকাই ঘাঘরার ধারে তাকে বসে থাকতে দেখে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না পক্ষীবিদরা।
এ পৃথিবীতে এমন অনেক পশুপাখি এসেছে। তারপর দীর্ঘ সময় তারা এই পৃথিবীর বুকে ঘুরে বেরিয়েছে। একটা সময়ের পর তারা অবলুপ্তও হয়ে গেছে। আবার কিছু প্রাণি এখন বিরল বা অতি বিরল তালিকার অন্তর্ভুক্ত। তাদের রক্ষা করতে মানুষ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তারপরেও এমন কিছু পশুপাখি রয়েছে যাদের দীর্ঘ সময় দেখা পাওয়া যায়না।
অনেক বিশেষজ্ঞ মনে করেন হয়তো তারা একেবারেই হারিয়ে গেল পৃথিবী থেকে। আবার কেউ আশায় থাকেন হয়তো কখনও ফের দেখা মিলবে তাদের। এমনই একটি পাখি ইন্ডিয়ান স্কিমার।
ইন্ডিয়ান স্কিমার অতি বিরল তালিকার অন্তর্ভুক্ত একটি পাখি। যার দীর্ঘকাল দেখা মেলেনি। তাই কেউ কেউ ভাবতে শুরু করেছিলেন এ পাখির আর দর্শন হয়তো পাওয়া যাবেনা। কিন্তু পাওয়া গেল।
দেখতে কিছুটা অদ্ভুত এই ইন্ডিয়ান স্কিমারের দেখা মিলল উত্তরপ্রদেশের দুধওয়া ব্যাঘ্র অভয়ারণ্যের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঘাগরা নদীর ধারে। এ পাখির দেখা মিলতে কার্যত উচ্ছ্বসিত পক্ষীবিদরা।
নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না পক্ষীবিদরা। তাঁদের ধারনা এ পাখি হয়তো হারিয়েই গিয়েছিল চিরদিনের মত। কিন্তু তাকে পাওয়া গেল।
লাল ঠোঁট, শরীরটা কালচে, গলার কাছটা অনেকটা সাদা, সবচেয়ে বড় কথা এই পাখির শরীরের পিছনের অংশটা অনেকটা লম্বা। যা অন্য পাখির ক্ষেত্রে সচরাচর চোখে পড়ে না।
পক্ষীবিদদের ধারনা একবার যখন ঘন অরণ্যের মাঝে নদীর ধারে এ পাখির দেখা মিলেছে, তখন এই জঙ্গলে এই পাখি আরও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা