হিরের আশায় শহরের রাস্তায় ঝাঁপিয়ে পড়ে ধুলো মাখলেন শয়ে শয়ে মানুষ
যে কোনও সময় গাড়ি চাপা পড়তে পারেন। কিন্তু সেসব নিয়ে ভাবলেনই না তাঁরা। রাজপথে পাগলের মত তন্ন তন্ন করে হিরে খুঁজে বেড়ালেন শয়ে শয়ে মানুষ।
এমন দৃশ্যও যে শহরের বুকে দেখা যাবে তা বোধহয় কেউ ভাবতেও পারেননি। এমনকি প্রশাসনও বুঝে উঠতে পারল না কি করবে। শয়ে শয়ে মানুষ রাস্তার ওপর হামলে পড়ে কি যেন খুঁজছেন। কেউ নখ দিয়ে রাস্তা খুঁটছেন, কেউ যা রাস্তায় পাচ্ছেন তুলে তুলে দেখছেন, কেউ চকচকে কিছু হাতে পেলে তো আর কথাই নেই। তিনি সেটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।
কারও কোনও ভ্রূক্ষেপ নেই। তাঁদের কাণ্ড দেখে অনেকে অবাক, অনেকে হাসি চাপতে পারলেন না। তবে রাস্তায় গড়াগড়ি দিতে অনেকেই ছাড়লেন না।
যাতে চোখে ঠিকঠাক পড়ে, সেজন্য অনেকে তো রাস্তার ওপরই প্রায় শুয়ে পড়ে রাস্তা নিরীক্ষণে মন দিলেন। এমন কাণ্ড ঘটল গুজরাটের সুরাটে।
সুরাটে ভারাছা নামে একটি ব্যস্ত রাস্তা রয়েছে। যেখানে রয়েছে একটি মিনি বাজার। হিরের জন্য সুরাটের খ্যাতি নতুন করে বলার অপেক্ষা রাখে না।
সেখানেই রটে যায় এক হিরে ব্যবসায়ী হিরে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তাঁর ব্যাগ থেকে সব হিরে গড়িয়ে পড়েছে। এটা জানার পর সেই হিরের টুকরোর খোঁজে শয়ে শয়ে মানুষ রাস্তায় ধুলোয় মাখামাখি হয়ে খুঁজতে থাকেন হিরে। যদি একটা পেয়ে যান রাস্তায়।
প্রশাসন খবরটি পাওয়ার পর খতিয়ে দেখে জানতে পারে এক ব্যক্তির হাত থেকে হিরের মত পাথর পড়েছে এটা ঠিকই, তবে সেগুলি হিরে নয়, আমেরিকান ডায়মন্ড। যা ইমিটেশন গয়না তৈরি করতে কাজে লাগে।
শারিতে চকচকে পাথরের প্রয়োজনও মেটায় এই আমেরিকান হিরে। যা মোটেও দামি কিছু নয়। কিন্তু একটা রটনা সুরাটের রাস্তায় শত শত মানুষকে এভাবে গোরুখোঁজা করিয়ে ছাড়ল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা