পাইলট বা বিমানকর্মী, ভবিষ্যতে পারফিউম মাখলেও বিপদে পড়তে পারেন
পাইলট হোন বা বিমানকর্মী, যাঁরা বিমানে যাত্রীদের সঙ্গে যাত্রা করছেন, তাঁরা গায়ে সেন্ট লাগালেও এবার বিপদে পড়ে যেতে পারেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
বাড়ির বাইরে দীর্ঘ সময় কাটানোর হলে গায়ে প্রথমে না হলেও পরে ঘাম থেকে দুর্গন্ধ ছড়াতে পারে। এজন্য অনেকেই গায়ে বডি স্প্রে বা সেন্ট লাগিয়ে বার হন। বিমান যাত্রা দীর্ঘ সময়ের যাত্রা। সেখানে অনেক যাত্রীর সঙ্গে সময় কাটাতেও হয় বিমানকর্মীদের। পাইলটকেও দীর্ঘ সময় বিমান চালাতে হয়। তাই তাঁরা সেন্ট মেখে থাকতেই পারেন।
কিন্তু ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ-র নতুন প্রস্তাবিত একটি নিয়ম বলছে সেন্টও লাগাতে পারবেননা পাইলট বা বিমানকর্মীরা। তাঁরা কোনও ওষুধ, মাউথ ওয়াশ, টুথ জেল, পারফিউম ব্যবহার করে বিমানে উঠতে পারবেননা। কারণ এগুলিতে অ্যালকোহল ব্যবহার হয়।
আর অ্যালকোহল শ্বাস পরীক্ষা করার সময় যন্ত্রে ধরা পড়তে পারে। সেক্ষেত্রে ব্রিদ অ্যানালাইজার টেস্টে পজিটিভ আসবে। তাই এগুলি ব্যবহার করতে পারবেননা পাইলট বা বিমানকর্মীরা।
যদি কোনও বিমানকর্মীকে এমন কোনও ওষুধ শারীরিক কারণে খেতে হয় তাহলে তাঁকে আগেই তা তাঁর বিমান সংস্থার চিকিৎসককে জানাতে হবে।
এদিকে পারফিউম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। অ্যালকোহল পান হোক বা মাউথ ওয়াশ বা টুথ জেল হোক বা কোনও অ্যালকোহল আছে এমন ওষুধের ক্ষেত্রে তা ব্রিদ টেস্টে ধরা পড়ে যেতে পারে। দেখাতে পারে অ্যালকোহলের উপস্থিতি।
কিন্তু পারফিউমে অ্যালকোহল ব্যবহার হলেও তা খাওয়া হয়না। গায়ে মাখা হয়। সেক্ষেত্রে ব্রিদ টেস্টে তা ধরা পড়বে কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা