গাড়ির ওপর চড়ে টাকা ওড়াল যুবক, টাকা নিতে হুড়োহুড়িতে যানজট
একটি ওয়েব সিরিজে পর্দায় যা হল, তা এবার বাস্তবে করে দেখাল এক যুবক। একটি গাড়ির ওপর দাঁড়িয়ে রাস্তায় টাকা উড়িয়ে যানজট করে দিল সে।
একটি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর একটি দৃশ্য যেন রিল থেকে বেরিয়ে রিয়েল বা বাস্তব জীবনে সামনে এল। একটি গাড়ির পিছনের ট্রাঙ্কের মাথার ওপর চড়ে দাঁড়িয়ে আছে এক যুবক। গায়ে লাল রংয়ের জাম্পস্যুট। মুখ ঢাকা সালভাদোর দালি ফেস মাস্ক-এ। গাড়িটির মাথায় এভাবে দাঁড়িয়ে আছে ওই যুবক।
দাঁড়িয়ে আছে এক জনপ্রিয় মলের সামনের ব্যস্ত রাস্তার ওপর। গাড়ির ওপর দাঁড়িয়ে তারপর সে ছুঁড়তে শুরু করে টাকা। অধিকাংশই ২০ টাকার নোট।
রাস্তার ওপর টাকা উড়ছে দেখে অনেকেই হাজির হন সেখানে। টাকা কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায়। এদিকে মানুষের এই টাকা কুড়োতে হইচইয়ের জেরে রাস্তায় প্রবল যানজটের সৃষ্টি হয়।
একেবারে মানি হাইস্ট-এর পোশাকে সেজে যুবক টাকা উড়িয়ে একসময় নেমে আসে গাড়ির মাথা থেকে। তারপর পিঠে ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়।
ঘটনাটি ঘটেছে জয়পুরের মালব্য নগর এলাকার গৌরব টাওয়ারের সামনে। গৌরব টাওয়ারের সামনে রাস্তায় এই কারণে এতই প্রবল যানজটের সৃষ্টি হয় যে সে জট ছাড়তে অনেক সময় লেগে যায়।
এদিকে এই টাকা ওড়ানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। পুলিশও সোশ্যাল মিডিয়া থেকেই এই ঘটনার কথা জানতে পারে। তারপর সেখানে হাজির হয়। শুরু হয় তদন্ত। তদন্তে নেমে পুলিশ অবশেষে ওই যুবকের খোঁজ পায়। তাকে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা