বিকেলে ওত পেতে ২ ছাগলকে পাকড়াও করে থানায় কৃষক
প্রায় তখন শেষ বিকেল। এক কৃষক ওত পেতে বসেছিলেন একটি গাছের পিছনে। তারপরই তিনি লাফিয়ে পড়েন ২টি ছাগলের ওপর।
এক কৃষক ২টি ছাগল নিয়ে সটান হাজির হলেন থানায়। তাঁর দাবি, এই ২ ছাগলকে গ্রেফতার করতে হবে। এরা চোর। এরা তাঁর খেতে গাঁদাফুল চুরি করে খায়। আরও এমন চোর আছে। তবে তাদের পাকড়াও করা সম্ভব হয়নি। ওই কৃষক এও জানান যে তিনি কীভাবে এদের হাতেনাতে পাকড়াও করেছেন।
তিনি জানান, কয়েকদিন ধরেই তিনি লক্ষ্য করছিলেন তাঁর ফুল চাষের বাগান থেকে গাঁদা কমে যাচ্ছে। কে বা কারা চুরিটা করছে তা জানার জন্য ওই কৃষক ক্ষেতের পাশে একটি গাছের পিছনে ওত পেতে বসেছিলেন।
প্রায় তখন শেষ বিকেল। তিনি লক্ষ্য করেন একদল ছাগল তাঁর ক্ষেতে ঢুকে পড়ে। তারপর দিব্যি তাঁর গাঁদা গাছ চিবোতে শুরু করে দেয়।
চোরদের হাতেনাতে পাকড়াও করতে এরপর গাছের পিছন থেকে বেরিয়ে তিনি ছাগলের ওপর ঝাঁপিয়ে পড়েন। অধিকাংশ ছাগল পালাতে পারলেও ২টি ছাগল তাঁর হাতে ধরা পড়ে যায়।
তাদের পাকড়াও করে আর দেরি না করে কৃষক সোজা থানায় হাজির হন। কৃষক পুলিশের কাছে জানান, এই ছাগলদের চুরি করে গাঁদা ফুল খাওয়ার ফলে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই তিনি সুবিচার চান।
পুলিশ ঘটনায় রীতিমত অবাক। তারা বুঝেই উঠতে পারছিলনা ছাগলদের কি করবে। পরে পুলিশ জানতে পারে ছাগলগুলি এই গ্রামেরই একটি মেয়ের ছাগল।
পুলিশ মেয়েটিকে সতর্ক করেছে তার ছাগলগুলিকে বেঁধে রাখতে। যাতে তারা অন্য কারও ক্ষেতে গিয়ে এমন কাণ্ড আর না করে। ঘটনাটি ঘটেছে কানপুরের গৌরি কাঁকরা গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা