বন্ধুকে টাকা পাঠাতেই ৭৫৩ কোটির মালিক যুবক
এক বন্ধুকে তিনি ২ হাজার টাকা পাঠিয়েছিলেন। তারপরই তিনি দেখেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৫৩ কোটি টাকা ঢুকেছে। যা দেখে তিনি নিজেও তাজ্জব হয়ে যান।
এক বন্ধুকে তিনি ২ হাজার টাকা পাঠিয়েছিলেন। নিজের অ্যাকাউন্ট থেকে অনলাইনে এই টাকা তিনি পাঠান। পেশায় ওষুধের দোকানের কর্মচারি মহম্মদ ইদ্রিস বন্ধুকে টাকা পাঠানোর পর একটি মেসেজ পান ব্যাঙ্ক থেকে। সেখানে তিনি দেখেন তাঁর অ্যাকাউন্টে ৭৫৩ কোটি টাকা ঢুকেছে। অর্থাৎ তিনি রাতারাতি কোটিপতি!
নিজেই বিশ্বাস করতে পারছিলেননা যা দেখছেন তা সত্যি কিনা। তবে ঘোর যখন ভাঙে তখন ইদ্রিসের মনে হয় কোথাও নিশ্চয়ই কোনও ভুল হচ্ছে।
ইদ্রিস অ্যাকাউন্ট থেকে এক টাকাও না তুলে বরং ব্যাঙ্কে ফোন করেন। ব্যাঙ্কের তরফ থেকে বিষয়টি জানার পর আর সময় নষ্ট করা হয়নি। ইদ্রিসের অনুমতির তোয়াক্কা না করেই দ্রুত তাঁর ওই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় ব্যাঙ্ক।
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের চেন্নাইয়ের একটি শাখায় অ্যাকাউন্ট রয়েছে বছর ৩০-এর ইদ্রিসের। তিনি চেন্নাইতেই একটি ওষুধের দোকানে কাজ করেন। তিনি নিজে যথেষ্ট সততার পরিচয় দেন।
এক টাকাও না তুলে ইদ্রিস ব্যাঙ্ককে পুরো বিষয়টিই জানান। ব্যাঙ্কের তরফেও এটা বলা হয় যে কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই ইদ্রিসের অ্যাকাউন্টে ওই বিপুল অঙ্কের টাকা চলে গিয়েছিল। পরে অবশ্য ব্যাঙ্ক তাদের ভুল শুধরে যা করণীয় তা করে।
রাতারাতি কোটিপতি হয়েও বেশিক্ষণের জন্য তা আর থাকলেন না ইদ্রিস। তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা এ দেশে ঘটেছে।