রোহিঙ্গাদের সঙ্গে জঙ্গি সংগঠনগুলির যোগ রয়েছে। রোহিঙ্গা শরণার্থীরা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। তাই কেন্দ্র তাদের প্রত্যর্পণের পক্ষে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এদিন জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাদের দাবি, আইএস বা আল কায়দার মত জঙ্গি সংগঠনের সঙ্গে রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের যোগ রয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গেও তাদের যোগ রয়েছে। এর যথেষ্ট প্রমাণও তাদের হাতে আছে বলে কেন্দ্র দাবি করেছে সুপ্রিম কোর্টে। মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে যে কেন্দ্র রাজি নয় তাও হলফনামায় জানিয়েছে তারা।
এর আগে কপিল সিব্বল, প্রশান্ত ভূষণের মত ডাকসাইটে আইনজীবীরা সুপ্রিম কোর্টে আবেদন করেন যে মানবিকতার কথা মাথায় রেখে ভারত আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া উচিত। কিন্তু জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া কী যাবে? এই বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ৩ অক্টোবর।