
ডেরা সচ্চা সৌদার বাবা রাম রহিম ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ার পর পাঁচকুলা, সিরসা সহ হরিয়ানার অনেক জায়গায় তাণ্ডব চালায় ডেরার সদস্যরা। সেই ঘটনায় যুক্ত সন্দেহে ৪৩ জনের একটি তালিকা তৈরি করেছে হরিয়ানা পুলিশ। সেই তালিকার শীর্ষে রয়েছে হানিপ্রীতের নাম।
ধর্ষক বাবার পালিত কন্যা হানিপ্রীত ইনসান যদিও তারপর থেকেই ফেরার। তাকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়েছে। কিন্তু এখনও তার কোনও খোঁজ নেই। আপাতত হানিপ্রীত নেপালে রয়েছে বলে খবর ছড়িয়েছে। তাকে নাকি নেপালে দেখাও গেছে। পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ।