সাপের মুখে মুখ দিলেন কনস্টেবল, নড়ে উঠল নিথর দেহ
সাপ দেখলে মানুষ কিছুটা দূরত্ব রাখতেই পছন্দ করেন। সেখানে একটি সাপের প্রাণ রক্ষার চেষ্টা করলেন এক পুলিশকর্মী। নিজেই দিলেন সিপিআর। নড়ে উঠল সাপের নিথর দেহ।
সাপের ছোবলের ভয়ে এ প্রাণিটি থেকে দূরেই থাকা পছন্দ করেন মানুষ। সাপ দেখলে পালিয়েও যান অনেকে। আবার কোথাও সাপকে পিটিয়ে মেরে ফেলা হয় তার পাল্টা ছোবলের ভয়ে। কিন্তু আর পাঁচটা প্রাণির মত সাপও একটি প্রাণি। তাকেও মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনতে পারেন একজন মানুষ। আর সেই চেষ্টাই করলেন এক পুলিশ কনস্টেবল।
একটি ছবিতে দেখা গেছে মধ্যপ্রদেশের ওই কনস্টেবল একটি নিথর হয়ে যাওয়া সাপের মুখ নিজের মুখের মধ্যে পুরে সাপটির প্রাণ ফেরানোর চেষ্টা করছেন। যাকে সিপিআর দেওয়া বলে।
মুখ থেকে মুখে শ্বাস দেওয়া। আর সেই চেষ্টাই বারবার করতে থাকলেন ওই কনস্টেবল। সাপের মুখ নিজের মুখের মধ্যে পুরে শ্বাস দিতে থাকলেন।
কিছুক্ষণ পর সাপটির বুকের কাছে হাতও বোলাতে দেখা গেল তাঁকে। পাশে থাকা জলের জায়গা থেকে জলও দিলেন সাপের মাথায়। যেমন করে একজন মানুষকে সিপিআর দিয়ে প্রাণ রক্ষার চেষ্টা হয়, সাপটির ক্ষেত্রেও তেমনটাই করে গেলেন তিনি।
একটা সময় সাপটি নড়ে উঠল। ফিরে এল নিজের ছন্দে। হাসি ফুটল কনস্টেবলের মুখে। সেই ছবি হুহু করে ছড়িয়ে পড়ে। মধ্যপ্রদেশের নর্মদাপুরমের এই ঘটনা ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। কনস্টেবলের এই কীর্তির কথা জানতে বাকি থাকেনা কারও।
যদিও প্রাণি বিশেষজ্ঞদের মতে, যে সিপিআর মানুষের ক্ষেত্রে চলে তা সাপের ক্ষেত্রে প্রযোজ্য হয়না। ফলে এই সিপিআর-এর জেরেই যে সাপটি প্রাণ ফিরে পেয়েছে তা হলফ করে বলা যায়না।
কিন্তু সাপের নিথর অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফেরার কারণ যাই হোক, ওই পুলিশকর্মীর চেষ্টার তারিফ করছেন সকলেই। যদিও এটা ঠিক যে এই দেখে অনুপ্রাণিত হয়ে সাপকে নেতিয়ে পড়তে দেখলেই এমন করতে যাওয়া বিপজ্জনকও হতে পারে।