সাপ তাড়াতে গিয়ে পুড়ে ছাই বসত বাড়ি, সারা জীবনের সঞ্চয়
সাপ তাড়াতে গিয়ে সর্বস্ব খোয়ালেন এক ব্যক্তি। এখন পরিবার নিয়ে কার্যত তাঁকে খোলা আকাশের নিচে এসে বসতে হল। পুড়ে ছাই বাড়ি, টাকা, গয়না।
সাপ তাড়াতে নানা কৌশল গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষজনের জানা। কারণ যেসব জায়গায় সাপের উপদ্রব আছে সেখানে মাঝে মাঝেই বাড়িতে সাপ ঢুকে পড়ে। এক্ষেত্রেও তাই হয়েছিল। সাপ ঢুকে পড়েছিল বাড়িতে। যেমন তেমন সাপ নয়, একদম গোখরো সাপ।
বাড়িতে গোখরো সাপ ঢুকেছে জানার পরই বাড়ির সকলে সাপ তাড়াতে নেমে পড়েন। কারণ এ সাপ একবার কাউকে ছোবল মারলে আর রক্ষা নেই।
বাড়ির সকলে ওই মহা বিষধর সাপকে তাড়াতে বাড়িতে থাকা ঘুঁটে জ্বালাতে শুরু করেন। ঘুঁটে পুড়লে যে ধোঁয়া হয় সেই ধোঁয়ায় সাপ বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই কথা মাথায় রেখে তাঁরা বাড়ি জুড়ে নানা জায়গায় ঘুঁটে জ্বালিয়ে দেন।
কিন্তু সেই ঘুঁটে পুড়ে সাপ পালাল কিনা তা জানার আর সুযোগ পাননি বাড়ির সকলে। কারণ ওই জ্বলতে থাকা ঘুঁটে থেকে আচমকাই বাড়িতে আগুন ধরে যায়। পুরো বাড়ি দ্রুত আগুনের গ্রাসে চলে আসে।
টাকাকড়ি, গয়নাগাটি কিছুই বার করার সময় পাননি রাজকুমার ও তাঁর পরিবারের লোকজন। কেবল নিজেদের প্রাণ বাঁচিয়ে জ্বলন্ত বাড়ি থেকে কোনওক্রমে তাঁরা বেরিয়ে আসেন। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় পুরো বাড়ি।
সেই সঙ্গে ছাই হয়ে যায় বাড়িতে থাকা টাকা, গয়না এবং নানা মূল্যবান সামগ্রি ও নথি। রাজকুমার দিল্লিতে কাজ করেন। তাঁর সারাজীবনের সঞ্চয় রাখা ছিল বাড়িতে। তা সাপ তাড়াতে গিয়ে নিঃশেষ হয়ে গেল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা