অনেক টাকা পেয়ে চিন্তা, পুলিশে খবর দিলেন এক ব্যক্তি
অনেক টাকা কে না চান! তবে এক ব্যক্তি অনেক টাকা পেয়ে পুলিশে তা নিয়ে অভিযোগ দায়ের করলেন। টাকা পাওয়ায় এখন রাতের ঘুম উড়েছে তাঁর।
মানুষ অনেক টাকা পেলে খুশিতে আত্মহারা হয়ে যান। কিন্তু এক ওষুধ বিক্রেতার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে অর্থ প্রাপ্তি। তিনি এতটাই চিন্তিত যে কেন টাকা পেয়েছেন তা নিয়ে ক্ষোভে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। যদিও ক্ষোভের চেয়ে তাঁর জন্য ঘাবড়ে যাওয়াটাই বেশি কাজ করেছে।
তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। গত ১১ ও ১২ নভেম্বর তাঁর ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে। একটি অ্যাকাউন্ট রয়েছে আইডিএফসি ব্যাঙ্কে, অন্যটি ইউকো ব্যাঙ্কে।
তিনি ওই ২ দিনে দেখেন তাঁর ২টি অ্যাকাউন্টে টাকা ঢুকেই চলেছে। সব মিলিয়ে ২টি অ্যাকাউন্ট মিলিয়ে ৪ কোটি ৭৮ লক্ষ টাকা পান তিনি। তারপর থেকেই তাঁর রাতের ঘুম উড়েছে।
ওই ব্যক্তি অ্যাকাউন্টে অত টাকা ঢুকেছে দেখে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু ছুটি থাকায় ব্যাঙ্ক বিষয়টি নিয়ে সেভাবে আলোকপাত করতে পারেনি।
এত টাকা তাঁকে কে পাঠাল! দেখা যায় উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা মহম্মদ আসলামের ওই ২টি অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তা এসেছে অচেনা সোর্স থেকে।
ব্যাঙ্কের কাছ থেকে বিষয়টি নিয়ে কোনও সাহায্য না পেয়ে অগত্যা পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ জানাচ্ছে, ব্যাঙ্ক যতক্ষণ না তাদের পুরো বিষয়টি বিস্তারিত জানাচ্ছে ততক্ষণ তারাও অন্ধকারেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা