ফুলকপি প্রাণ কেড়ে নিল এক ব্যক্তির
এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য চরমে উঠেছে। আরও উঠেছে তাঁর মৃত্যুর পিছনে একটি তাজা ফুলকপির নাম উঠে আসায়। পুলিশ তদন্ত চালাচ্ছে।
তিনি বাড়ি ফিরছিলেন। বয়স ৫০ বছর। সে সময় তাঁর পথ আটকায় ২ জন। কয়েকটা কথা। তারপরই ওই ৫০ বছরের ব্যক্তিকে বাটাম ও ধারাল অস্ত্র দিয়ে মারতে শুরু করে তারা। কিন্তু কেন এভাবে মারধর? ওই ২ ব্যক্তির দাবি ছিল ৫০ বছরের রঘুনাথ প্রসাদ তাদের যে কৃষি জমি রয়েছে সেখান থেকে ফসল চুরি করেছেন।
কি চুরি করেছেন? রঘুনাথ প্রসাদের পরিবারের লোকজনের দাবি, ওই ২ জন দাবি করে তাদের জমি থেকে একটি তাজা ফুলকপি চুরি করেছিলেন রঘুনাথ। সেই ফুলকপি চুরির সাজা দিতেই নাকি এই মারধর।
রঘুনাথকে এতটাই মারধর করা হয় যে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
পরে মৃতের পরিবারে তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। যে ২ জনের বিরুদ্ধে অভিযোগ তারা পালিয়ে গেছে। তাদের খোঁজ করছে পুলিশ।
কিন্তু নেহাতই এক ফুলকপির জন্য এভাবে কারও ওপর হামলা হতে পারে এটা মেনে নিতে পারছেন না স্থানীয়রা। এভাবে একজনকে ফুলকপি চুরির অভিযোগে মারধর করে মেরে ফেলাটাও মেনে নিতে পারছেন না কেউ। ফলে আশপাশে চাঞ্চল্য রয়েছে।
ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারণ জেলায়। একটি ফুলকপিকে সামনে রেখে একজন মানুষের প্রাণ চলে গেল এটা অবাক করছে অনেককেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা