দেশে অসামরিক বিমান পরিবহণে বড়সড় রদবদলে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিমান যাত্রীদের স্বস্তি দিয়ে একঘণ্টার কম সময়ে পৌঁছোনো যায় এমন জায়গাগুলির মধ্যে বিমান যাত্রার খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ঘণ্টার কম সময়ের উড়ানের ক্ষেত্রে ভাড়া ২৫০০ টাকার কম রাখাতে হবে উড়ান সংস্থাগুলিকে। ফলে উদাহরণ স্বরূপ কলকাতা-আগরতলা, কলকাতা-বাগডোগরা উড়ানে যাত্রী ভাড়া কমবে। যে নয়া নীতি এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা গ্রহণ করেছে সেখানে পরিস্কার করে দেওয়া হয়েছে, এজন্য উড়ান সংস্থার যে আর্থিক ক্ষতি হবে তার ৮০ শতাংশ কেন্দ্র ভর্তুকি দেবে। এর বাইরে আন্তর্জাতিক উড়ান চালানোর ক্ষেত্রে উড়ান সংস্থাগুলিকে ছাড়পত্র পেতে গেলে তাদের ২০টি বিমান থাকলেই হবে বলে এদিন জানিয়েছে মন্ত্রিসভা। অর্থাৎ এখন থেকে ছাড়পত্র পেতে আর পাঁচ বছরের অভিজ্ঞতার দরকার নেই। বিশেষজ্ঞদের মতে, এদিনের নীতি নির্ধারনের মধ্যে দিয়ে আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে বিমানের গুরুত্ব বাড়ানো ও ছোট রুটে যাত্রীদের বিমান যাত্রার প্রতি আকর্ষিত করতে কেন্দ্রের আগ্রহই ধরা পড়েছে। গত শনিবারই লাগেজ চার্জ ও টিকিট বাতিলের চার্জে ছাড় দেওয়া নিয়ে প্রস্তাব পেশের পর এদিনের যাত্রীমুখী কেন্দ্রীয় নীতি দেশে বিমান পরিবহণের গুরুত্ব বৃদ্ধির চেষ্টা বলেই মনে করা হচ্ছে।
Leave a Reply