কাছেই মিলল বিরলতম কালো রয়্যাল বেঙ্গলের দেখা, শুধুমাত্র এ জঙ্গলেই পাওয়া যায়
এই জঙ্গল খুব যে বিশাল দূর তা কিন্তু নয়। সেখানে ফের মিলল কালো রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা। তবে সুন্দরবনে কিন্তু নয়।
কালো রয়্যাল বেঙ্গল টাইগার শুনলে খটকা লাগতেই পারে। হলুদের ওপর কালো ডোরা এই রাজকীয় বাঘের কদর সারা পৃথিবীতে। সুন্দরবন বিখ্যাতই তার রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। কিন্তু কালো রয়্যাল বেঙ্গল টাইগার একটু অবাক করতেই পারে। এ বাঘ কিন্তু অতি বিরলের মধ্যে পড়ে।
যার দেখা মিলেছে কলকাতা থেকে খুব দূরে নয়। দেখা মিলেছে লাগোয়া রাজ্য ওড়িশার সিমলিপাল অভয়ারণ্যে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক পরভিন কাসওয়ান তাঁর এক্স হ্যান্ডলে এই কালো বাঘের ছবি শেয়ার করেছেন। তাঁর এই পোস্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় এই কালো রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে হইচই পড়ে গেছে।
ওড়িশার সিমলিপাল এমন এক অরণ্য যেখানেই কেবল এমন কালো রয়্যাল বেঙ্গলের দেখা মেলে। রয়্যাল বেঙ্গল টাইগারের গায়ে হলুদের ওপর কালো ডোরা থাকে।
কালো বাঘের গায়ের এই কালো ডোরাগুলি এতটাই পুরু যে তার গায়ে হলুদের প্রভাব কম, কালো রংয়ের রোমের প্রভাব অনেক বেশি। ফলে একে কালো বাঘ বলে ব্যাখ্যা করা হয়।
সিমলিপালের বাঘ মানেই কিন্তু কালো রয়্যাল বেঙ্গল টাইগার নয়। কদিচ কখনও এমন এক একটি কালো বাঘের দেখা মেলে এখানে। যার দর্শন পাওয়া ভার।
অতিবিরল বাঘ হিসাবেই এই কালো বাঘ পরিচিত। তাই এই বাঘের ছবি সামনে আসতেই তাকে ঘিরে হইচই শুরু হয়েছে। এই কালো বাঘের ছবি সকলকে দেখার সুযোগ করে দিয়েছেন পরভিন কাসওয়ান। সঙ্গে এই বাঘের সম্বন্ধে কিছু কথাও জানিয়েছেন তিনি।