National

তৈরি হল ইতিহাস, লাল শাড়িতে ৩৭ হাজার মহিলা ঘুরলেন গোল হয়ে

সকলের পরনে লাল শাড়ি। অপরূপ সাজ। গায়ে ভরা গয়না। তাঁরা গোল হয়ে ঘুরছেন। যা দেখে চোখের পলক ফেলতে পারলেননা অনেকে। তৈরি হল ইতিহাসও।

সংখ্যাটা ৩৭ হাজারেরও বেশি। এতজন মহিলা একটি বালি ভরা প্রাঙ্গণে হাজির হলেন। অপরূপ তাঁদের সাজ। অবশ্যই সাজে একটা সনাতনি ধারা বজায় আছে। সকলের পরনে লাল শাড়ি। অনেক গয়না। পোশাকে চুমকি আর কাচের অলংকরণ। সুন্দর সাজে রয়েছেন তাঁরা।

তাঁরাই একসঙ্গে একটি বিশেষ তালে ঘুরলেন। বিশাল চত্বর জুড়ে তাঁরা ঘুরলেন গোল হয়ে। ৩৭ হাজারের ওপর মহিলা একসঙ্গে সারি দিয়ে ঘুরলেন। বিশেষ ছন্দে গোলাকার এই ঘোরা একের পর এক স্তরে ক্রমশ ছোট থেকে বড় হল।


যাঁকে ঘিরে তাঁরা গোল হয়ে ঘুরে বিশেষ নাচের ভঙ্গিতে এক ধর্মীয় সনাতনি প্রথা পালন করলেন তার নাম মহারাস। যা গুজরাটের দ্বারকায় প্রতিবছর ডিসেম্বর মাসের ২৩ ও ২৪ তারিখে অনুষ্ঠিত হয়।

এবারও তার অন্যথা হয়নি। তাহলে ইতিহাসটা কি তৈরি হল? এবার এই মহারাসে অংশ নিলেন ৩৭ হাজারের ওপর মহিলা। এখনও এত মহিলা একসঙ্গে এই মহারাসে অংশ নেননি।


কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ একবার ঢোল বাজিয়েছিলেন। তাঁর সেই ঢোল বাজানোর তালে অংশ নিয়েছিলেন অনেক মহিলা। সেই ঘটনাকে সামনে রেখেই এই মহারাসের আয়োজন হয়ে আসছে।

এবারও দ্বারকার এই মহারাসে অংশ নিয়েছিলেন গুজরাটের বিভিন্ন প্রান্তের মহিলারা। শ্রীকৃষ্ণের মূর্তিকে ঘিরেই তাঁরা এই গোলাকার ভাবে ছন্দবদ্ধ নাচে অংশ নিলেন। পালন করলেন সনাতনি মহারাস উৎসব।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button