বিয়ে ভেঙে দিল খাসির মাংস
একটা বিয়ে ভেঙে গেল নিমেষে। আর তার জন্য কাঠগড়ায় চাপানো হল খাসির মাংসের একটি বিশেষ পদকে। ২ পরিবারে হুলস্থূল পড়ে গেল।
বিয়ের আয়োজন সব কথা বলেই পাকা হয়। বিয়ের আগে হয় আশির্বাদের অনুষ্ঠান। তা গত নভেম্বরেই হয়ে গিয়েছিল। বিয়েতে মেয়ের বাড়ি থেকে খাবারের মেনু বরপক্ষকে জানিয়েই তৈরি করা হয়েছিল। কিন্তু বিয়েতে বরপক্ষ মেনু দেখে রেগে আগুন হয়ে যায়। তারা কনেপক্ষের দিকে আঙুল তোলে কথা রাখা হয়নি বলে।
কনেপক্ষের তরফেও মেনে নেওয়া হয় যে তারা সত্যিই কথা রাখতে পারেনি। কি কথা রাখতে পারেনি? বিয়ের মেনুতে কনেপক্ষ খাসির মাংসের বোন ম্যারো বা হাড়ের মজ্জার বিশেষ পদ রাখবে বলে নাকি কথা দিয়েছিল।
কিন্তু বিয়েতে খেতে গিয়ে বরপক্ষ দেখে সেই পদ মেনুতে নেই। এভাবে কথা দিয়েও মেনুতে পদ না রাখাকে তারা তাদের অপমান বলে মনে করে হুলস্থূল জুড়ে দেয়। তারা বিয়েও বাতিল করে দেয়।
জানিয়ে দেয় এ বিয়ে হবেনা। যাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। কনেপক্ষ পাল্টা জানায় যে মাটন বোন ম্যারোর পদ রান্না নিয়ে তাদের জোর দিয়ে কিছুই বলা হয়নি। তাই সে পদ রাখাও হয়নি।
এই ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়। মেয়ে নিজামাবাদের আর পাত্র ছিলেন জাগতিয়ালের। কিন্তু এই একটি পদ মেনুতে না থাকায় তাঁদের বিয়ে ভেঙে যায়। বরপক্ষ কিছুতেই এ বিয়ে মেনে নেয়নি। অনেক চেষ্টা করেও তাদের বিয়েতে আর রাজি করানো সম্ভব হয়নি।